ফ্যানরাও নেটদুনিয়ায় প্রিয় তারকাকে প্রশ্ন করার সুযোগ একে বারে লুফে নিয়েছেন। প্রশ্ন করেছেন নানা বিষয় নিয়ে।
কতবার নিজে রেঁধে আপনাকে খাইয়েছেন অজয় দেবগন?
এর উত্তরে অজয়-পত্নীর সাফ জবাব, এখনও অবধি রান্না ঘরে পা রাখেননি অজয়।
লকডাউনের পর পরিকল্পনা কী?
কাজলের উত্তর, তেমন কিছুই নয়। ভালবাসার মানুষদের সঙ্গে আরও বেশ সময় কাটাতে চান।
আপনার অভিনীত কোন চরিত্রটা সবথেকে প্রিয়?
কাজলের উত্তর, কুছ কুছ হোতা হ্যায় – এর অঞ্জলি।
শাহরুখে কোন বিষয়টি সবথেকে পছন্দের
এই প্রশ্নের উত্তরে শাহরুখের অন্যতম প্রিয় নায়িকার জবাব, এসআরকের অসাধারণ এনার্জি।
আপনার মতো হতে চাইলে কী করতে হবে?
রাখঢাক না রেখেই কাজলের জবাব, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চাইলে সবসময়ই বিকল্প রাস্তা খোলা রাখুন।