বিল নিশ্চয় ও-ই মেটাবে, মুরলী বিজয় তাঁর সঙ্গে ডিনারে যেতে চাওয়ায় বললেন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার এলিসি পেরি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 04 May 2020 02:44 PM (IST)

এলিসি পেরি এ বছর একদিনের ম্যাচে বিশ্বের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন।

বিল নিশ্চয় ও-ই মেটাবে, মুরলী বিজয় তাঁর সঙ্গে ডিনারে যেতে চাওয়ায় বললেন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার এলিসি পেরি
NEXT PREV
মুম্বই: কোন ক্রিকেটারকে ডিনারে নিয়ে যেতে চান? প্রশ্নের উত্তরে ওপেনার মুরলী বিজয় জানিয়েছেন, তাঁর পছন্দ সহ ওপেনার শিখর ধবন ও অস্ট্রেলিয়ার মহিলা অলরাউন্ডার এলিসি পেরি।  শুনে এলিসি পেরি বলেছেন, মুরলী ডিনারের সঙ্গী হিসেবে তাঁকে পছন্দ করেছেন জেনে তিনি গর্বিত তবে ডিনারের খরচ মুরলীই দেবেন নিশ্চয়।

ইনস্টাগ্রাম লাইভে মুরলীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,

এলিসি পেরির সঙ্গে ডিনারে যেতে চাই। ওকে ভীষণ ভাল দেখতে। আর শিখর ধবন তো যে কোনওদিন। ও দারুণ মজার। শুধু ও হিন্দি বলবে আর আমি তামিলে কথা বলব।-


এলিসি পেরি এ বছর একদিনের ম্যাচে বিশ্বের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন। মুরলীর ইচ্ছের কথা শুনে বলেছেন, নিশ্চয়ই বিলটা উনিই দেবেন। আমাকে সঙ্গে নিতে চেয়েছেন, আমি গর্বিত।



লকডাউনের জেরে ঘরবন্দি পেরি বলেছেন, ম্যাচের অভাবে ক্রিকেট বোর্ডগুলি আর্থিক সমস্যায় পড়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও ব্যতিক্রম নয়। বহু কর্মীকে ছাঁটাই করতে বাধ্য় হয়েছে তারা তবে তাঁর আশা, লাভের মুখ দেখার জন্য় অন্য কোনও উপায় তারা নিশ্চয় বার করবে। এর ফলে মহিলাদের খেলাধুলোয় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে তিনি মনে করছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.