ইনস্টাগ্রাম লাইভে মুরলীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
এলিসি পেরির সঙ্গে ডিনারে যেতে চাই। ওকে ভীষণ ভাল দেখতে। আর শিখর ধবন তো যে কোনওদিন। ও দারুণ মজার। শুধু ও হিন্দি বলবে আর আমি তামিলে কথা বলব।-
এলিসি পেরি এ বছর একদিনের ম্যাচে বিশ্বের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন। মুরলীর ইচ্ছের কথা শুনে বলেছেন, নিশ্চয়ই বিলটা উনিই দেবেন। আমাকে সঙ্গে নিতে চেয়েছেন, আমি গর্বিত।
লকডাউনের জেরে ঘরবন্দি পেরি বলেছেন, ম্যাচের অভাবে ক্রিকেট বোর্ডগুলি আর্থিক সমস্যায় পড়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও ব্যতিক্রম নয়। বহু কর্মীকে ছাঁটাই করতে বাধ্য় হয়েছে তারা তবে তাঁর আশা, লাভের মুখ দেখার জন্য় অন্য কোনও উপায় তারা নিশ্চয় বার করবে। এর ফলে মহিলাদের খেলাধুলোয় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে তিনি মনে করছেন।