মুম্বই: বলিউড তারকা অজয় দেবগন (Ajay Devgn) ও কাজল (Kajol) কন্যা নাইসার (Nysa Devgn) এখনও পাকাপাকিভাবে অভিনয় কেরিয়ার শুরু হয়নি। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় তাঁর ফলোয়ার্স চোখে পড়ার মতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে পার্টিতে মজে রয়েছেন তিনি। আর অজয় কন্যার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই তোলপাড় হয়েছে নেট দুনিয়া।
সম্প্রতি নাইসা দেবগনের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় অজয় কন্যার বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টিতে মশগুল নাইসা। সেখানেই সাদা স্বল্প পোশাকে তাঁর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বলিউডের নায়িকাদের তুলনায় কোনও অংশে কম যান না নাইসা। প্রসঙ্গত, সদ্য কয়েকদিন আগেই ল্যাকমে ফ্যাশন উইকে র্যাম্প মাতাতে দেখা যায় তাঁকে। ডিজাইনার মনীশ মলহোত্র পোশাকে র্যাম্পে ঝড় তোলেন এই স্টার কিড। থাই হাই স্লিট আউটফিটের সঙ্গে ক্রপ টপ ও ব্লেজারে গ্ল্যামার কুইন রূপে ধরা দেন নাইসা।
আরও পড়ুন - Jersey Updates: পর্দায় ক্রিকেটারের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য দিনে কতক্ষণ অনুশীলন করতেন শাহিদ?
অন্যদিকে, অজয় দেবগনের ছবি 'রানওয়ে ৩৪' মুক্তি পাবে শীঘ্রই। ছবি ট্রেলারএ মুক্তি পেয়েছে। অজয় দেবগনের নতুন ছবি ঘিরে উত্তেজিত দর্শক। এই ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার জন্য। সদ্য ছবির মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরই কমেন্টে এমনই কথা বলেছিলেন নেটাগরিকরা। উল্লেখ্য, 'রানওয়ে ৩৪' ছবিটি পরিচালনা এবং প্রযোজনা দুটোই করেছেন অজয় দেবগন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার পোস্ট করেছেন অজয় দেবগন। ট্রেলার পোস্ট করে তিনি লেখেন, 'প্রতিটা মুহূর্ত গোনা হচ্ছে। অজয় দেবগন ফিল্মস গর্বের সঙ্গে তাদের ট্রেলার নিয়ে এসেছে প্রকাশ্যে। আমরা টেক অফ করার জন্য তৈরি।' মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতে মস্তিষ্কের খেলা খেলছেন অজয় দেবগন (Ajay Devgn), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সঙ্গে রকুলপ্রীত সিংহ।