কাজল-অজয়ের ছেলে যুগের জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানালেন বাবা-মা
ABP Ananda, Web Desk | 14 Sep 2019 10:22 AM (IST)
মা কাজল ছেলেকে কোলে নেওয়া একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, নীচে লিখেছেন, জন্মদিনের সপ্তাহ শুরু।
মুম্বই: গতকাল ৯ বছরে পড়েছে কাজল ও অজয় দেবগণের ছেলে যুগ। বলিউডের আর পাঁচটা বাচ্চার মত নয় যুগ, সে অত ফ্যাশন কনসাস নয়, আলাদা করে পোজও দেয় না। বরং প্রচণ্ড মজাদার, এই বয়সেই জমিয়ে দেয় বন্ধুদের আড্ডা। মা কাজল ছেলেকে কোলে নেওয়া একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, নীচে লিখেছেন, জন্মদিনের সপ্তাহ শুরু। কাজল আরও একটি ভিডিও পোস্ট করেছেন, যুগ তখন মোটে ৩। বিখ্যাত ফ্রেন্ডস সিরিয়ালের হাউ ইউ ডুইং ডায়ালগটি অসাধারণ নকল করেছে সে! ছেলের ছবি পোস্ট করেছেন বাবা অজয়ও। একটি গুরুদ্বারে প্রার্থনা করতে শেখাচ্ছেন যুগকে। লিখেছেন, তোমাকে বড় হতে দেখাই আনন্দ। দেখুন তার আরও দুষ্টুমির ছবি।