লিখলেন পুজো শেষ। শেষ বিসর্জন পর্বও। সেই সঙ্গে সবার ঘরে সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বার্তাও দিলেন বলিউড বাদশা। লিখলেন – গণপতি বাপ্পা মোরিয়া! দেশের মানুষকে একত্রিত করার উদ্দেশ্যেই ব্রিটিশ আমলে মহারাষ্ট্রে শুরু হয়েছিল গণেশ পুজো। আজ তা জাতি-ধর্মের বেড়া টপকে সর্বজনীন উত্সব। দেখুন: শাহরুখ-পরিবারের গণপতি বিসর্জনের ছবি
Web Desk, ABP Ananda | 14 Sep 2019 07:54 AM (IST)
শাহরুখ ট্যুইটারে লিখলেন, পুজো শেষ। শেষ বিসর্জন পর্বও। সেই সঙ্গে সবার ঘরে সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বার্তাও দিলেন বলিউড বাদশা। লিখলেন – গণপতি বাপ্পা মোরিয়া!
মুম্বই: গণেশ চতুর্থী মানেই চেনা বাণিজ্যগনরীর অন্যরূপ। আরবসাগরের তীরটাও যেন একবারে অন্যরকম। সর্বজনীন পুজোর পাশাপাশি, মহারাষ্ট্রে ঘরে ঘরে পূজিত হন গণপতি। ১০ দিনের গণেশ পুজোর সমাপ্ত ঘটল এবছরের মতো। প্রত্যেকবারের মতো এবারও গণেশপুজোর আয়োজন হয়েছিল শাহরুখ খানের বাড়িতেও। বিসর্জনের দিন কিছু মন ছোঁয়া ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিং খান।