নয়াদিল্লি: ট্যুইটারে অব্যাহত হিন্দি ভাষা বিতর্ক। কিচ্চা সুদীপ (Kiccha Sudeep) ও অজয় দেবগণের (Ajay Devgn) সোশ্যাল মিডিয়া কথোপকথনে একের পর এক মন্তব্যের ঝড়। ট্যুইটারে কিচ্চা সুদীপের পক্ষ নিয়ে মুখ খুললেন পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)। করলেন বিস্ফোরক মন্তব্য।


ট্যুইটারে বিস্ফোরক রাম গোপাল বর্মা


'হিন্দি এখন আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়।' কিচ্চা সুদীপের এই মন্তব্যে 'রুষ্ট' অজয় দেবগণ হিন্দিতে লিখে ট্যুইট করেন। কটাক্ষ করেন। তার একাধিক উত্তরের মধ্যে একটিতে কিচ্চা সুদীপ লেখেন, 'আপনার হিন্দিতে পাঠানো ওই বার্তাটা আমি বুঝেছি। তার কারণ আমরা সকলে হিন্দি ভাষার সম্মান করি, ভালবেসেছি ও পড়েছি। অপরাধ নেবেন না স্যর, কিন্তু ভাবছিলাম যে আমার উত্তরটা যদি আমি কন্নড় ভাষায় টাইপ করতাম তাহলে পরিস্থিতিটা কেমন হত!! আমরাও কি ভারতেরই অংশ নই, স্যর।'


এরই উত্তরে কিচ্চা সুদীপের পক্ষ নিয়েছেন রাম গোপাল বর্মা। পরিচালক লেখেন, 'অজয় দেবগনের একটি হিন্দি ট্যুইটের কন্নড় ভাষায় উত্তর দিলে কী হবে, এই প্রশ্নের থেকে ভাল পয়েন্ট আর হতেই পারে না। তোমাকে ধন্যবাদ এবং আশা করছি মানুষও বুঝবেন যে কোনও উত্তর ও দক্ষিণ নেই, ভারত ১।'


 






এছাড়া তিনি আরও লেখেন, 'আপনার উদ্দেশ্য থাক বা না থাক আপনার এই বিবৃতিতে খুশি আমি, কারণ প্রবল আলোড়ন না থাকলে, বিশেষ করে এমন সময়ে যখন বলি (উত্তর) উড এবং স্যান্ডেল (দক্ষিণ) উডের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি বলে মনে হয়, তখন শান্ত হতে পারে না।'


 






রাম গোপাল বর্মা আরও মত যে মূল ব্যাপারটা হচ্ছে, 'উত্তরের তারকারা দক্ষিণের তারকাদের প্রতি নিরাপত্তাহীনতায় ও ঈর্ষায় ভোগে, কারণ একটা কন্নড় ডাবিং ছবি কেজিএফ ২ প্রথম দিনেই ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এবং হিন্দি ছবির প্রথম দিনের ব্যবসা কেমন তা তো দেখতেই পাওয়া যাবে।'


 






'ভুল বোঝাবুঝি'র ইতি


যদিও এই নিয়ে বিতর্ক বাড়তে শুরু করায়, কিচ্চা সুদীপ বিষয়টি থামাতে চান। কিচ্চা সুদীপের একাধিক উত্তরের পর অজয় লেখেন, 'হাই কিচ্চা সুদীপ, তুমি আমার বন্ধু। এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। আমি সবসময়েই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে এক হিসেবে বিবেচনা করেছি। আমরা সকল ভাষার সম্মান করি এবং আশা করি সকলেই আমাদের ভাষারও সম্মান করবেন। হয়তো, অনুবাদে কিছু খামতি ছিল।'


আরও পড়ুন: Ajay Devgn-Sudeep Row: 'হিন্দি রাষ্ট্রীয় ভাষা নয়', অজয়-কিচ্চা বিতর্কে সরব প্রাক্তন কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া


এর উত্তরে সুদীপ লেখেন, 'অনুবাদ এবং ব্যাখ্যা তো স্যার দৃষ্টিকোণ। সেই কারণে গোটা বিষয় না জেনে তাতে মন্তব্য করার প্রভাব পড়ে। আমি আপনাকে দোষ দিই না। হয়তো আপনার থেকে কোনও সৃজনশীল কারণে ট্যুইট পেলে সেটা আমার জন্য আনন্দের হত। ভালবাসা ও সম্মান।'


কিন্তু তাতে চুপ নেই নেটপাড়া। শোরগোল সেখানে চলছেই।