মুম্বই: স্ত্রী কাজল ও মেয়ে নাইসার স্বাস্থ্যের বিষয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে দাবি করলেন বলিউড তারকা অজয় দেবগন। তাঁর ট্যুইট, ‘প্রশ্ন করার জন্য ধন্যবাদ কাজল ও নাইসা ভাল আছে। ওদের স্বাস্থ্যের বিষয়ে যে গুজব রটেছিল, সেটা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ওদের শরীর খারাপ বলে কিছু জানা যায়নি।’

কিছুদিন আগেই সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নাইসা। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে তাঁর স্কুলে ছুটি দেওয়া হয়েছে। মুম্বই বিমানবন্দরে মেয়ের সঙ্গে কাজলের ছবি দেখা যায়। এরপরেই একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, নাইসার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় তাঁকে নিয়ে হাসপাতালে যান কাজল। সেখানে পরীক্ষার পর সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। তবে এই খবর মিথ্যা বলে দাবি করলেন অজয়।

বলিউডের তারকা জুটি কাজল ও অজয় এখন তাঁদের দুই সন্তান নাইসা ও যুগকে নিয়ে মুম্বইয়ের বাড়িতেই আছেন। কয়েকদিন আগেই ঘরবন্দি থাকা অবস্থায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাজল।