কলকাতা: রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু।  হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু মাঝবয়েসী মহিলার।  হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে ওই মহিলার মৃত্যু হয়।  তাঁর আগে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছিল।  সেই রিপোর্ট পজিটিভ হয়।  তবে রিপোর্ট এসে পৌঁছোয় গতকাল রাতে। তার অনেক আগেই মৃত্যু হয় ওই মহিলার।

সূত্রের খবর, মৃত ব্যক্তি সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে ফিরেছিলেন। মৃত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।  হাওড়া জেলা হাসপাতালে যে সব চিকিত্‍সক ও নার্স ওই ব্যক্তির চিকিত্‍সায় যুক্ত ছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে।  এই নিয়ে রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হল।  এর আগে দমদমের বাসিন্দা এক ব্যক্তি, কালিম্পঙের বাসিন্দা এক মহিলার মৃত্যু।

এর পাশাপাশি রাজ্যে নতুন তিনজন করোনা আক্রান্তের হদিশ। তিনজনের মধ্যে ২ জনের নমুনা এসএসকেএম হাসাপাতালে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। দুজনের ক্ষেত্রেই রিপোর্ট পজিটিভ এসেছে।  তৃতীয়জন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা।  তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। তিনি ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।  তাঁর বয়স ৩২।  এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬।