কলকাতা: সুস্থ আছেন অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)। বাড়িতেই রয়েছেন তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন খবর ছড়িয়েছিল সম্প্রতি। শোনা গিয়েছিল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে তার কতটা সত্যি? সোশ্যাল মিডিয়ায়, নিজের প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করে নিজের স্বাস্থ্যের খবর নিজেই দিলেন সঙ্গীতশিল্পী।


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অজয় চক্রবর্তী বলছেন, 'আমি ভাল আছি। সুস্থ আছি। নানা খবর ছড়িয়েছে আমার অসুস্থতা নিয়ে। আমি হাসপাতালে ভর্তি রয়েছি নাকি। তা হয়। আমি বাড়িতেই রয়েছি। তবে যে কোনও মানুষেরই মাঝেমধ্যে শরীর খারাপ হয়। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালেও যেতে হয়। নিয়মিত চেক আপ করানোর জন্যও হাসপাতালে যেতে হয়। আপনারা অনেকেই আমায় নিয়ে চিন্তিত আছে। আপনারা যে আমার কথা ভাবেন, তার জন্য আমি ধন্য। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ৩১ মার্চ। একটি অনুষ্ঠানে গান করব আমি। দীর্ঘদিন পরে।'


অজয় চক্রবর্তী আরও বলেন, 'বাংলা গানের এই অনুষ্ঠানটা একেবারে অন্য সুরে বাঁধা। বেশ কিছু বাংলা গান দিয়ে তালিকা সাজানো হয়েছে। শুভমিতাও সঙ্গীত পরিবেশন করবে। আমার পুত্রও কিছু গানের আয়োজন করেছে। থাকবে আমার একক সঙ্গীতও। অনেকদিন পরে আমার মনে হল, এমন কিছু অনুষ্ঠান হচ্ছে যেটা বাংলা গানকে উন্নতির দিকে, রূচির দিকে নিয়ে যাবে। পুরনো গানকেই নতুন করে আপনাদের সামনে আনব।'


সদ্য শোনা গিয়েছিল, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অজয় চক্রবর্তী। জানা গিয়েছিল শিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। অস্ত্রোপচার ভালভাবেই মিটে গিয়েছে। তবে এদিন ফেসবুকে ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতা নিয়ে বিস্তারিত কথা বললেন না তিনি। অসুস্থ ছিলেন স্বীকার করলেও তিনি স্পষ্টতই জানালেন, তিনি আপাতত সুস্থ আছেন। হাসপাতালে তো নয়ই, বরং রয়েছেন নিজের বাড়িতেই। এমনকি মঞ্চে ফিরতেও তৈরি তিনি। সঙ্গীত জগতে অজয় চক্রবর্তী ভীষণই জনপ্রিয় নাম। মঞ্চে তাঁর অনুষ্ঠান শোনার অপেক্ষা থাকে সবারই। আর অনুরাগীদের সুখবর দিয়ে তিনি জানালেন, এই মাসের শেষেই শোনা যাবে তাঁর লাইভ পারফরম্যান্স।


 



আরও পড়ুন: Tollywood New Film: ফের শ্যুটিং ফ্লোরে মিঠুন, অনুসূয়া, সোহিনী... ক্যামেরায় চোখ রাজের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।