কলকাতা: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনকে আটক করা হয়েছিল। তবে গ্রেফতার করা হয়েছে মাত্র একজনকেই। মহম্মদ শরিফুল ইসলামকে। এখন তাকে নিয়েই তদন্ত চলছে। তবে এই ঘটনায় এর আগে একাধিক জনকে আটক করা হয়েছিল। তার মধ্যেই একজন ছিলেন, আকাশ কৈলাস কানোজিয়া। ৩১ বছরের এই যুবককে আটক করা হয়েছিল সেফের ওপর হামলার ঘটনায় যুক্ত থাকার সন্দেহে। ১৬ জানুয়ারি সেফের ওপর হামলার ঘটনা ঘটে ও ১৮ জানুয়ারি আকাশ কানোজিয়াকে আটক করা হয়েছিল। তবে বর্তমানে তাঁকে ছেলে দেওয়া হয়েছে। হিন্দুস্থান টাইমস সূত্রের খবর, এই ঘটনায় চাকরি হারিয়েছেন আকাশ কানোজিয়া। ভেঙে গিয়েছে তাঁর বিয়ের সম্বন্ধও।
দুর্গ রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছিল আকাশ কানোজিয়াকে। মুম্বই থেকে তিনি ফিরছিলেন তাঁর ছত্তিশগড়ের বাড়িতে। পিটিআই সূত্রের খবর, বিলাসপুরে তাঁর অসুস্থ ঠাকুমাকে দেখার জন্য ও তাঁর হবু স্ত্রীয়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন আকাশ। সেই রাস্তাতেই আরপিএফ আটক করে তাকে। আকাশাদের দাবি, 'আমি আমার হবু স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। দুর্গ স্টেশনে আমায় আরপিএফ আটক করে। সেখান থেকে আমায় নিয়ে আসা হয় রায়পুরে। সেখানে এসে পৌঁছয় মুম্বই পুলিশ। তারা কিছু না জেনেই আমায় চরম হেনস্থা করেছিল।'
তবে এই ঘটনার সঙ্গে আকাশের যে কোনও যোগ নেই তা পরে বুঝতে পেরে তাঁকে ছেড়ে দেয় মুম্বই পুলিশ। তবে ততক্ষণে আকাশের নাম আর ছবি ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর এই ঘটনার জেরে চাকরি হারাতে হয়েছে কানোজিয়াকে। শুধু তাই নয়, সমস্যায় পড়েছে তাঁর ব্যক্তিগত জীবনও। কানোজিয়ার হবু স্ত্রীয়ের পরিবার তাঁর সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছে। এমনকি বন্ধ করে দিয়েছে যাবতীয় যোগাযোগও।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আকাশ কানোজিয়া বলেছেন, 'আমার ছবি যখন টেলিভিশনে দেখানো হয়, বলা হয় সেফ আলি খানের বাড়িতে ডাকাতির ঘটনায় আমার যোগ রয়েছে, আমার পরিবার কান্নায় ভেঙে পড়েছিল। মুম্বই পুলিশের একটা ভুল আমার জীবন নষ্ট করে দিল। মুম্বই পুলিশ খেয়ালই করেনি, সিসিটিভি ক্যামেরায় যার ছবি ধরা পড়েছে, তার কিন্তু গোঁফ ছিল না। আমার একটা গোঁফ রয়েছে। চেহারার সাদৃশ্যের তাই কোনও প্রশ্নই ছিল না।
মুম্বইতে গাড়ি চালকের কাজ করতেন কানোজিয়া। তিনি দাবি করেছেন, মুম্বই পুলিশের তরফ থেকে ফোন গিয়েছিল তাঁর কাছে। তিনি যখন বলেন যে তিনি বাড়িতে রয়েছেন, ফোন কেটে দেয় মুম্বই পুলিশ। তবে ঠিক কেন কানোজিয়াকে গ্রেফতার করা হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন: Saif Ali Khan: হাসপাতাল থেকে ফেরার পরে, কড়া নিরাপত্তায় প্রথমবার বাড়ির বাইরে এলেন সেফ