কলকাতা: হাসপাতাল থেকে ফেরার পরে এই প্রথমবার প্রকাশ্যে এলেন সেফ আলি খান (Saif Ali Khan)। ঘাড়ে ব্যান্ডেজ, নীল টি-শার্টে প্রকাশ্যে এলেন সেফ। ছেলে ইব্রাহিম দেখা করলেন তাঁর সঙ্গে। এদিন সেফের সঙ্গে ছিলেন করিনা কপূর খানও। একসঙ্গেই গাড়ি করে বেরিয়ে যান তাঁরা। সেদিন প্রকাশ্যে আসে, সেফের ঘাড়ে ব্যান্ডেজ করা। আজ একটি নেভি-ব্লু টিশার্ট ও ডেনিমের প্যান্ট পরেছিলেন সেফ আলি খান। এদিন সেফকে দেখা গেল একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোড়া।
এদিন সদগুরু শরণ থেকেই বেরোন সেফ আলি খান। হামলার পরে নিজের বাড়িতেই ফিরেছিলেন তিনি। সেই থেকে করিনা ও দুই ছোট ছেলের সঙ্গে সদগুরু শরণেই রয়েছেন সেফ। তবে বাড়ানো হয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা। সবসময়েই সঙ্গে থাকছে পুলিশ। সেফ বাড়ি থেকে বেরোলেই তাঁর সঙ্গে থাকছেন পুলিশ। কড়া নিরাপত্তায় রয়েছেন করিনা ও ছেলেরাও। এদিন সেফের সঙ্গে দেখা করেন তাঁর থেলে ইব্রাহিম। ইব্রাহিমই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিল।
অন্যদিকে, সেফ আলি খানের (Saif Ali Khan)-এর ওপর হামলার ঘটনায় তদন্ত করতে এবার কলকাতা এল মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, শিলিগুড়ি হয়ে ভারতে প্রবেশ করেছিল সেফের হামলাকারী। এই ঘটনায় এখনও পর্যন্ত শরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আর এবার, শরিফুলকে নিয়ে আরও তথ্য খুঁজে পেতে, হামলার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা আদৌ যুক্ত রয়েছে কি না সেই সম্পর্কে জানতে কলকাতায় এল মুম্বই পুলিশ।
জানা যাচ্ছে, কোথা থেকে সিম কিনেছিল হামলাকারী? কারা সাহায্য় করেছিল? উত্তরের খোঁজে কলকাতায় এল মুম্বই পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হওয়ার শরিফুল ইসলামের সঙ্গে মেলেনি সেফের বাড়িতে পাওয়া ১৯টি আঙুলের চাপের মধ্যে একটিও। পুলিশ সন্দেহ করছে, এই ঘটনায় যুক্ত রয়েছে আরও অন্য কেউ। আর এই তথ্য জানতেই কলকাতা এসেছে মুম্বই পুলিশ। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের কয়েকজন আজ কলকাতা এসে পৌঁছেছেন। আগামী কয়েকদিন তাঁরা কলকাতা ও তার আশেপাশের এলাকায় তদন্ত করে দেখবে।
আরও পড়ুন: Saif Ali Khan: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় তদন্ত করতে কলকাতা এল মুম্বই পুলিশ