মুম্বই: এক পর্দায় আসতে চলেছেন হৃতিক রোশন আর অক্ষয় কুমার। দুই অভিনেতার মধ্যে সম্পর্ক যথেষ্ট ভাল, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে এক সঙ্গে সময়ও কাটান তাঁরা। এবার তাঁরা এমন একটি চিত্রনাট্যের সন্ধান পেয়েছেন, যাতে দু’জনেই কাজ করতে আগ্রহী।



গত বছরের মাঝামাঝি হৃতিকের ‘মহেঞ্জোদড়ো’ ও অক্ষয়ের ‘রুস্তম’ একই দিনে মুক্তি পায়। কোনও তিক্ততার পথে না হেঁটে দুই নায়ক পরস্পরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। বক্স অফিসের হিসেবে অবশ্য ‘রুস্তম’ সুপারহিট হয়, মুখ থুবড়ে পড়ে ‘মহেঞ্জোদড়ো’।

কিন্তু এবার তাঁরা দুই নায়কের ছবিতে কাজ করতে চলেছেন। ছবিতে নাকি দুজনের রোলই সমান সমান।