Akshay Kumar: গতকাল ছিল মুম্বইয়ের ভোট। প্রতি বছরের মতোই এবারও বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুক্রবার সকাল সকাল গিয়েছিলেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনে (BMC) ভোট দিতে। সেখানেই এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেতার। আর তাঁর সঙ্গে অভিনেতার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীর সমস্যার কথা জেনে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেতা। 

Continues below advertisement

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতার কাছে আর্থিক সাহায্য চেয়েছেন ওই তরুণী। অক্ষয়কে জানিয়েছেন, তাঁর বাবার কাঁধে বিপুল ঋণের বোঝা। ভোট দিয়ে পোলিং বুথ থেকে বেরনোর সময় অক্ষয়ের সঙ্গে দেখা হয় ওই ভক্তের। অভিনেতাকে নিজের সময়ার কথা জানান তিনি। ভাইরাল ভিডিওতে তরুণীকে বলতে শোনা গিয়েছে, 'বাবার কাঁধে প্রচুর ঋণের বোঝা। ওনাকে সাহায্য করুন।' হাতে একটা সাদা কাগজ ধরে এই কথা বলতে শোনা যায় তরুণীকে।                    

Continues below advertisement

তরুণীর কথা মন দিয়ে শোনেন অক্ষয়। তাঁকে নিজের টিমের সঙ্গেও কথা বলিয়ে দেন। কৃতজ্ঞতায় অভিনেতার পা ছুঁয়ে প্রণাম করতে গিয়েছিলেন তরুণী। তবে অক্ষয় আগে থেকেই আটকে দেন তাঁকে। এগিয়ে যান নিজের গাড়ির দিকে। অক্ষয়ের আচরণ ইতিমধ্যেই মনজয় করেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ার অনেক মাধ্যমেই ভাইরাল হয়েছে এই ভিডিও। এদিন ভোট দিয়ে বেরনোর পর সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে।          

এর আগেও বহুবার ভক্ত, অনুরাগীদের সঙ্গে খোশমেজাজে কথা বলতে দেখা গিয়েছে অক্ষয়কে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল এক অটোচালককে নিয়ে এসেছিলেন অক্ষয়ের সঙ্গে আলাপ করাতে। সেখানেও হাসিমুখেই অটোচালকের সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা। জানা যায়, ওই অটোচালক অক্ষয়ের একজন ভক্ত।