লস অ্যাঞ্জেলস: ব্র্যাডলি কুপার, ক্রিস ইভান্স, উইল স্মিথরা পিছিয়ে পড়লেন। বছরে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার উপার্জন করে একটি আন্তর্জাতিক পত্রিকার বিচারে বিশ্বের সব থেকে বেশি উপার্জনকারী অভিনেতাদের তালিকায় ৪ নম্বরে উঠে এলেন বলিউডের অক্ষয় কুমার।


অক্ষয়ের আগে আছেন শুধু ডয়েন জনসন (বার্ষিক রোজগার প্রায় ৯ কোটি), ক্রিস হেমসওয়ার্থ (বার্ষিক রোজগার ৭ কোটি ৬০ লক্ষের বেশি) ও রবার্ট ডাউনি জুনিয়র (রোজগার ৬ কোটি ৬০ লক্ষ)।

অক্ষয় এখন যাতে হাত দিচ্ছেন তাই সোনা। অল্পদিন আগে মুক্তি পেয়েছে মিশন মঙ্গল, এরই মধ্যে ১০০ কোটির ওপর ব্যবসা করেছে। ফোর্বস বলেছে, অক্ষয়ের প্রতি ছবি ৫০ লক্ষ থেকে ১ কোটি ডলার ব্যবসা করে। কুড়িটার বেশি ব্র্যান্ডের বিজ্ঞাপন দেন তিনি, সেখান থেকেও রোজগার কোটি কোটি টাকা।

অক্ষয়ের পরে তালিকায় রয়েছেন জ্যাকি চ্যান, তাঁর উপার্জন প্রায় ৬ কোটি মার্কিন ডলার, এরপর কুপার ও অ্যাডাম স্যান্ডলার। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এ অভিনয় করা ক্রিস ইভান্স রয়েছেন অষ্টম স্থানে। নয়ে ও দশে পল রুড ও উইল স্মিথ।