মুম্বই: ভারতের বাইরে বলিউড তারকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অক্ষয় কুমার। একটি সমীক্ষায় এমনই জানা গিয়েছে। সলমন খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও বরুণ ধবন রয়েছেন অক্ষয়ের পিছনে।

যে ভিডিও-অন-ডিম্যান্ড স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই সমীক্ষা চালিয়েছে, তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও সংযুক্ত আরব আমিরশাহীতে ৪.৭ কোটি ব্যবহারকারীর মতামতের ভিত্তিতে জনপ্রিয় বলিউড তারকাদের তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয়রা এবং বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা কী দেখছেন, সেটা জানা গিয়েছে এই সমীক্ষার মাধ্যমে।