মুম্বই: ভারতের বাইরে বলিউড তারকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অক্ষয় কুমার। একটি সমীক্ষায় এমনই জানা গিয়েছে। সলমন খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও বরুণ ধবন রয়েছেন অক্ষয়ের পিছনে।
যে ভিডিও-অন-ডিম্যান্ড স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই সমীক্ষা চালিয়েছে, তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও সংযুক্ত আরব আমিরশাহীতে ৪.৭ কোটি ব্যবহারকারীর মতামতের ভিত্তিতে জনপ্রিয় বলিউড তারকাদের তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয়রা এবং বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা কী দেখছেন, সেটা জানা গিয়েছে এই সমীক্ষার মাধ্যমে।
সলমন, শাহরুখকে পিছনে ফেলে ভারতের বাইরে সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকা অক্ষয়
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2019 10:45 PM (IST)
সলমন খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও বরুণ ধবন রয়েছেন অক্ষয়ের পিছনে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -