মুম্বই: গত বছরের শেষ থেকে বলিউডের বেশ কিছু তারকা নতুন বাড়ি কিনছেন। বিলাসবহুল বাড়ি কিনেছেন অজয় দেবগন। পুরনো বাড়ি ভাড়া দিয়ে নতুন বাড়িতে শিফট করেছেন তিনি সপরিবারে। আবার আয়ুষ্মান খুরানা এবং তাঁর ভাই অপারশক্তি খুরানাও একই অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। অন্যদিকে আবার যাতে পরিবারের সমস্ত সদস্য একসঙ্গে আরামে থাকতে পারেন, তার জন্য নতুন বাড়ি কিনেছেন অভিনেত্রী সনয়া মলহোত্রও। শোনা যায়, মালাইকা অরোরার কাছাকাছি থাকার জন্য অভিনেত্রীর বাড়ির কাছেই বাড়ি কিনেছেন অর্জুন কপূর। এবার সেই তালিকায় যোগ হল অক্ষয় কুমারের (Akshay Kumar) নাম। শোনা যাচ্ছে, মুম্বইয়ে তিনিও বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন। 


এই মুহূর্তে রণথম্বোরে পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছেন বলিউড তারকা অক্ষয় কুমার। টুইঙ্কল খন্না এবং দুই সন্তানের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেতা। তারইমধ্যে মুম্বইয়ে নতুন বাড়ি কিনলেন। শোনা যাচ্ছে মুম্বইয়ের জুহু এলাকায় সমুদ্র তীরবর্তী একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নতুন বাড়ি কিনেছেন অক্ষয় কুমার। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মুম্বইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ১৯তলায় অভিনেতার নতুন বাড়ি। তবে বলিউডের খিলাড়ির নতুন বাড়ির দাম শুনে চোখ কপালে ওঠার জোগার নেটিজেনদের। জানা যাচ্ছে, অক্ষয় কুমারের নতুন বাড়ির দাম ৭.৮৪ কোটি টাকা।


আরও পড়ুন - Aditya and Shweta Parenthood: আসছে প্রথম সন্তান, স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার আদিত্যর


প্রসঙ্গত, গত বছর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ছবি 'সূর্যবংশী'। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এই দুই তারকা ছাড়াও এই ছবিতে দুটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগন এবং রণবীর সিংহকে। বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। অক্ষয় কুমারকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে সারা আলি খান এবং দক্ষিণী তারকা ধনুশকে। অভিনেতার হাতে একাধিক ছবি রয়েছে। তাঁকে দেখা যাবে 'রাম সেতু' ছবিতে। জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা রয়েছেন এতে। এছাড়াও মানুষী চিল্লারের বিপরীতে 'পৃথ্বিরাজ' ছবিতে দেখা যাবে তাঁকে। 'বচ্চন পাণ্ডে', 'সেলফি', 'ওহ মাই গড টু', 'গোর্খা', 'সিনড্রেলা'র মতো একাধিক ছবি রয়েছে অক্ষয় কুমারের হাতে।