মুম্বই: জল গড়িয়েছে আদালত পর্যন্ত। জল্পনা, গুঞ্জন বেড়ে চলেছে নিত্যদিন। সেই আবহেই পরেশ রাওয়াল সম্পর্কে কটাক্ষ শুনে প্রতিবাদ করলেন অক্ষয় কুমার। ‘Hera Pheri 3’ ছবি নিয়ে আইনি টানাপোড়েনের মধ্যেই সৌজন্যের বার্তা দিলেন অভিনেতা। একই সময়ে পরেশের একটি পোস্ট যদিও বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। (Akshay Kumar)

মঙ্গলবার ‘Housefull 5’ ছবির প্রচারে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানে ‘Hera Pheri 3’ এবং পরেশের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। পারস্পরিক দ্বন্দ্বের জেরে পরেশের যে সিদ্ধান্ত নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইতিমধ্যেই। কেউ কেউ তাঁকে ‘Foolish’ পর্যন্ত বলছেন। কিন্তু এদিন পরেশ সম্পর্কে ওই কটাক্ষ শুনেই তীব্র প্রতিবাদ জানান অক্ষয়। (Paresh Rawal)

ওই মন্তব্য শুনে প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানান অক্ষয়। তিনি বলেন, “আমার সতীর্থ সম্পর্কে এমন শব্দপ্রয়োগ ঠিক নয়। আমি এটা বরদাস্ত করব না, একদম ঠিক নয় এটা। গত ৩০-৩৫ বছর ধরে ওঁর সঙ্গে কাজ করে আসছি। আমরা ভাল বন্ধু। উনি দারুণ অভিনেতা এবং আমি ওঁকে সম্মান করি। বিতর্ক যা-ই হোক না কেন, আমি সেই নিয়ে কথা বলব না। কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর। আদালতই বিষয়টি দেখবে।”

ছবি থেকে বেরিয়ে আসা, আইনি জটিলতা, পরেশ নিজেও সেভাবে কোনও মন্তব্য বিতর্কিত মন্তব্য করেননি। প্রথমে শোনা যায় পারিশ্রমিক নিয়ে মতানৈক্যর জেরে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন পরেশ। কিন্তু বলিউডের অন্দরে খবর, সাত তাড়ি ছবির ঘোষণা, এমনকি শ্যুটিং শুরু হয়ে গেলেও, ছবির চিত্রনাট্য, গল্প, কিছুই ঠিক ছিল না। এমনকি ছবির কপিরাইট নিয়েও কিছু সমস্যা ছিল। পরিস্থিতি সুবিধের নয় মনে হওয়াতেই পিছিয়ে যান পরেশ। 

এই খবরে সিলমোহর না দিলেও, গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আদ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে দেখলাম আজ। না আছে চিৎকার, না অতিনাটকীয়তা বিক্রির চেষ্টা। শুধু আছে গল্প। আমাদেরও চেষ্টা করে দেখা উচিত’। পরেশের এই পোস্টকে হাতিয়ার করেও দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকে। 

‘Hera Pheri’ সিরিজের ছবি দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। পরেশ অভিনীত ‘বাবুরাও’, অক্ষয় অভিনীত ‘রাজু’ এবং সুনীল শেট্টি অভিনীত ‘শ্যাম’ সকলের মনে রয়ে গিয়েছেন। তাই ‘Hera Pheri’ সিরিজের নতুন ছবির ঘোষণা হতে সকলেই উৎসাহ পেয়েছিলেন। কিন্তু যেভাবে ঘটনাক্রম এগোয়, তাতে আহত অনুরাগীরা।