কলকাতা: তিনি ভারতে রয়েছেন দীর্ঘদিন। শুধু রয়েছেন বললে ভুল হবে, ভারতে কাজ করছেন দাপিয়ে, কেড়ে নিচ্ছেন অগণিত মানুষের ভালাবাসা। অথচ, তিনি এই প্রথম ভোট দিলেন ভারতে! আজ ছিল লোকসভার পঞ্চম দফার নির্বাচন। আর মহারাষ্ট্রে প্রথমবার ভোট দিলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। শুধু তাই নয়, ভোট দিয়ে বেরিয়ে হাতের কালি দেখিয়ে পাপারাৎজিদের সামনে পোজ়ও দেন তিনি। কিন্তু কেন প্রায় ৬০ বছর বয়সে প্রথম ভোটাধিকার পেলেন অক্ষয় কুমার?
নির্বাচনের পরে, পাপারাৎজিদের সঙ্গে কথাও বলেন অক্ষয়। সেখানেই তিনি জানান, ভারতীয় নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেছিলেন আগেই। অক্ষয়ের কথায়, 'আমি চাই ভারতের ভীত আরও শক্ত হোক। সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। ভারতের প্রত্যেক নাগরিকের ভারতের ভবিষ্যতকে মাথায় রেখেই ভোট দেওয়া উচিত। আশা করি, নির্বাচনের ফলাফল যা হবে, ভালই হবে।'
অক্ষয় এর আগে কানাডার নাগরিক ছিলেন। ১৯৯০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয় কুমার। সেই সময়ে তাঁর ১৫টা ছবি পর পর বক্সঅফিসে হিট ছিল। তবে এরপরে, ভারতেই তাঁর কেরিয়ার বিকশিত হয় ভারতেই। এরপরে, ২০১৯ সালে ফের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয়। সেটা পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছিলেন অক্ষয়। সেই নাগরিকত্ব পাওয়ার পরে, এটাই প্রথম লোকসভা নির্বাচন। আর তাই, ভোট দিয়ে বেশ উচ্ছ্বসিত বলিউডের খিলাড়ি।
এর আগের একটি সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, 'ভারত আমার কাছে সমস্ত কিছু। আমি যা যা পেয়েছি, সব তো এই দেশের থেকেই। এখানে ফেরার সুযোগ পেয়ে আমি ধন্য। খারাপ লাগে, যখন মানুষ না জেনে অনেক কথা বলেন।'
আরও পড়ুন: Ratool-Rupanjana: মধুচন্দ্রিমায় কাশ্মীরের ডাললেকে শিকারা সফর রাতুল-রূপাঞ্জনার, সঙ্গী হল পুত্র রিয়ান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।