5G Phones Under Rs 10,000: ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! কোন কোন মডেল কেনা যাবে?

Smartphones Under Rs 10,000: বর্তমানে ভারতে ১০ হাজার টাকার কমে কোন কোন ৫জি ফোন কেনা যাবে দেখে নিন তারই তালিকা। রয়েছে একাধিক নামিদামি সংস্থার জনপ্রিয় মডেল।

Continues below advertisement

5G Phones Under Rs 10,000: ৫জি ফোন কেনার পরিকল্পনা করছেন? এদিকে ভাবছেন ফোনের দাম আকাশছোঁয়া হবে। চিন্তা নেই, ১০ হাজার টাকার কমেই পাবেন ৫জি স্মার্টফোন। তালিকায় কোন কোন মডেল রয়েছে দেখে নিন।

Continues below advertisement

লাভা ব্লেজ ৫জি 

বর্তমানে এই ফোন কেনা যাবে ৮৭৯৯ টাকায়। লাভা সংস্থার এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ ৫জি প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে স্টোরেজের পরিমাণ। লাভা ব্লেজ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

নোকিয়া জি৪২ 

এখন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে নোকিয়ার এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। একই দামে পাওয়া যাবে অফলাইন স্টোরেও। নোকিয়া জি৪২ ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ইয়েছে ৮ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। নোকিয়ার এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

পোকো এম৬ ৫জি 

বর্তমানে ভারতে এই ফোনের দাম ৯২৪৯ টাকা। এখানে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে। সেখানে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপরে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। পোকো এম৬ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। পোকো সংস্থার এই ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভিডিও গেম খেলতে ভালবাসেন? সস্তায় পাবেন Boult- এর দুই ইয়ারবাডস, কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola