মুম্বই: দেখতে দেখতে বলিউডে তিন দশক কাটিয়ে ফেললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ১৯৯১ সালে 'সৌগন্ধ' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা। তারপর কখনও তাঁকে দেখা গিয়েছে 'খিলাড়ি' ছবিতে, কখনও আবার 'হাউজফুল' ছবিতে। দেখতে দেখতে বলিউডে ১০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। আর অক্ষয় কুমারের বলিউডে ৩০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে বিশেষ উপহার দিল যশরাজ ফিল্মস (Yash Raj Films)।
অক্ষয় কুমারকে যশরাজ ফিল্মসের বিশেষ উপহার-
এদিন যশরাজ ফিল্মসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে আগামী ছবি 'পৃথ্বীরাজ'-এর (Prithviraj) ডিজিটাল পোস্টার উন্মোচন করছেন অক্ষয় কুমার। সাধারণ কোনও পোস্টার নয় এটি। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে 'পৃথ্বীরাজ' ছবির যে ডিজিটাল পোস্টার সামনে আনা হয়েছে, তাতে ভালো করে নজর করলে দেখা যাচ্ছে অক্ষয় কুমারের অভিনীত প্রতিটি ছবির পোস্টার রয়েছে সেখানে। আর এভাবেই অভিনেতাকে বলিউডে তিন দশক কাটানোর উপহার দিয়েছে যশরাজ ফিল্মস।
আরও পড়ুন - Chengiz Movie Updates: জিতের 'চেঙ্গিজ'-এ শ্যুটিং শুরু করলেন 'কাবিল' অভিনেতা
অনুরাগীদের প্রতি অক্ষয়ের বার্তা-
প্রসঙ্গত, শীঘ্রই মুক্তির পাবে অক্ষয় কুমারের ছবি 'পৃথ্বীরাজ'। যশরাজ ফিল্মসের ব্যানার থেকে মুক্তি পাবে এই ছবি। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। তাঁর বিপরীতে রয়েছেন মানুষী চিল্লার। এদিন বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে অক্ষয় কুমারকে বলতে শোনা যাচ্ছে, 'আমি এখনও ভাবতে পারছি না যে আমি ৩০ বছর কাটিয়ে ফেলেছি। আদিত্য চোপড়াকে ধন্যবাদ আমাকে এই উপহারটা দেওয়ার জন্য। আমার এখনও পরিষ্কার মনে আছে, আমি আমার কেরিয়ারের প্রথম শটটা উটিতে দিয়েছিলাম। বব ক্রিস্টোর সঙ্গে সেটা একটা অ্যাকশন দৃশ্যের জন্য ছিল। সকলের ভালোবাসায় ভরা ৩০ বছর সিনেমার জগতে। সবাইকে ধন্যবাদ আমার এমন একটা জার্নির সঙ্গী হওয়ার জন্য। আগামী ৩ জুন মুক্তি পাবে 'পৃথ্বীরাজ'। যশরাজ ফিল্মসকে ধন্যবাদ একসঙ্গে কাজ করার জন্য।'