লন্ডন: ব্রিটেনের হিথরো বিমানবন্দরে অক্ষয় কুমারকে আড়াই ঘন্টা আটকে রাখার অভিযোগ অভিবাসন আধিকারিকদের বিরুদ্ধে। তাঁর কানাডার পাসপোর্ট সংক্রান্ত নথি বিশদে পরীক্ষার জন্য তাঁকে দীর্ঘ সময় বিমানবন্দরেই আটকে রাখেন ব্রিটেনের অভিবাসন আধিকারিকেরা, এমনটাই জানা গিয়েছে।
‘রুস্তম’-এর শ্যুটিং উপলক্ষ্যে মুম্বই থেকে লন্ডন গিয়েছেন অক্ষয়।
কিন্তু অক্ষয়কে আটকে রাখার দাবি অস্বীকার করেছেন তাঁর টিমের সদস্যরা। অক্ষয়ের নিকট একজন জানিয়েছেন, এটা শুধুই দেরি। তাঁকে আটকে রাখা হয়নি। এর জন্য ক্ষমাও চেয়েছে অভিবাসন দফতর।
জানা গিয়েছে, অক্ষয়ের কানাডার নাগরিকত্ব রয়েছে। এ কারণে ৯০ দিনের জন্য বেড়ানো বা বাণিজ্যের কাজে ব্রিটেনে গেলে তাঁর ভিসা লাগার কথা নয়। মনে করা হচ্ছে, বিষয়টি স্পষ্ট করে বুঝে উঠতে এবং পরীক্ষা করতে এত সময় লেগেছে ব্রিটিশ অভিবাসন অফিসারদের।
অক্ষয়ের দলের লোকজন মিডিয়ায় বেরনো এ খবরও অস্বীকার করেছেন যে, তিনি নিজের সিনেমা জগতের প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা আদায় করে নিয়েছেন। তাঁদের দাবি, অক্ষয় অভিবাসন কর্তৃপক্ষের আবেদন হাসিমুখে মেনে নিয়ে তাঁদের সঙ্গে সহযোগিতা করেছেন।
হিথরোয় আটকানো হয়েছে অক্ষয়কে? অস্বীকার টিমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2016 12:31 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -