মুম্বই : অক্ষয় কুমারের (Akshay Kumar) অনুরাগীদের জন্য সুখবর। রোহিত শেট্টির পরিচালনায় তাঁর পরবর্তী ছবি 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার কথা আগামী ৫ নভেম্বর। মাল্টিস্টারার এই ছবি অনেক আগেই মুক্তি পেতে পারতো। কিন্তু লক ডাউনের জন্যই ছবির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে মুম্বইতে সিনেমা হল খুলেছে। আর প্রতিক্ষার অবসান হতে চলেছে আক্কিপ্রেমীদের। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বড় পর্দায় আবার অক্ষয় কুমার জাদু দেখার অপেক্ষায় তাঁরা। এরমধ্যে ফের সুখবর। আর সুখবরটা দিয়েছেন স্বয়ং অক্ষয় কুমারই।


সোশ্যাল মিডিয়ায় তিনি 'ও এম জি ২'-এর একটি পোস্টার পোস্ট করেছেন এবং লিখেছেন, 'প্রত্যেকের শুভেচ্ছা চাই। ও এম জি ২-এর শুটিং শুরু করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে এই ছবি তৈরি হচ্ছে।' প্রসঙ্গত, 'ও এম জি' মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এবার সেই ছবিরই সিক্যুয়েলে শুটিং শুরু করতে চলেছেন অক্ষয়। 'ও এম জি'-র পরিচালক ছিলেন উমেশ শুক্লা। এবার 'ও এম জি ২'-এর লেখক এবং পরিচালক কিন্তু অমিত রাই। ছবির প্রযোজনা করছেন বিপুল শাহ, রাজেশ বহেল এবং কে অফ গুড ফিল্মস। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠিকে। 


আরও একটা বিষয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। তা হল 'ও এম জি ২'-এর যে পোস্টার অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর গায়ের রঙ নীল। আর অনেক বড় বড় চুল তাঁর মাথায়। ২০১২-তে মুক্তি পাওয়া 'ও এম জি' দর্শককে প্রভাবিত করেছিল। দেখা যাক তাঁর সিক্যুয়েলও মানুষের পছন্দ হয় কিনা। এই ছবিতে অক্ষয় কুমার শুটিং শুরু করবেন উজ্জয়নীতে। প্রসঙ্গত, 'ও এম জি ২' এবং 'সূর্যবংশী' ছাড়াও অক্ষয় কুমারের হাতে রয়েছে 'রামসেতু' এবং 'সিন্ডেরেলা'র মতো ছবি। 'সিন্ডেরেলা' ছবিটি ২০১৯ সালের ব্লকবাস্টার তেলুগু ছবি 'রক্সাসুদু'-র অফিসিয়াল রিমেক। এছাড়াও অক্ষয় কুমারের হাতে রয়েছে 'পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন' এবং 'বচ্চন পাণ্ডে'-র মতো ছবি।


'ওহ মাই গড টু' ছবিতে অক্ষয় কুমারের নীল গায়ের রঙ দেখে কী বলছেন নেট নাগরিকরা? নতুন ছবির পোস্টার পোস্ট করার পরই অক্ষয় কুমারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ কমেন্টে লিখেছেন, 'হর হর মহাদেব'। আবার কেউ লিখেছেন, 'আমরা সকলে অক্ষয় কুমারের সঙ্গে রয়েছি'। লুক নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন বলিউডের খিলাড়ি। এবারও তিনি নতুন ছবিতে নতুন লুকে ধরা দিয়েছেন। আর তা দেখে উচ্ছ্বসিত অনুরাগী থেকে নেট নাগরিকরা।