‘গর্বিত’ বললেন, ‘ঢিসুম’-এ সমকামী অক্ষয় কুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2016 10:48 AM (IST)
মুম্বই: ভারতে সমকামী বিষয়টা এখনও ট্যাবু হিসেবে দেখা হয়। সেখানে ‘ঢিসুম’-এ সমকামী চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণই গর্বিত, নিজে মুখে একথা জানিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এছাড়া তাঁর অভিনয় যেভাবে দর্শকরা গ্রহণ করেছেন, সেজন্যে তাঁদের ধন্যবাদ জানাতেও ভোলেননি বলিউডের আসল খিলাড়ি। গ্ল্যামার দুনিয়ার বহু জনপ্রিয় অভিনেতাই সমকামী চরিত্রে অভিনয় করতে গিয়ে পিছিয়ে এসেছেন। সেখানে সমকামিতা বিষয়টাকে যথেষ্ট সম্মান দিয়েই অক্ষয় জানিয়েছেন, এই চরিত্রটি করতে পেরে তিনি মারাত্মক খুশি। অক্ষয় জানিয়েছেন, তিনি শুনেছেন তাঁর প্রজন্মের তিনিই একমাত্র নায়ক যিনি এধরনের সাহসী চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন। এবং নিজের চরিত্রটি সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পেরে বাস্তবে খুশিই অক্ষয়। এখানে বরুণ ধওয়ানের সঙ্গে এক ক্যামিওর চরিত্রে দেখা গিয়েছে অক্ষয়কে।