নয়াদিল্লি: বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (BJP leader Subramanian Swamy) অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'রাম সেতু'র (‘Ram Setu’) বিরুদ্ধে মামলা দায়ের (lawsuit) করার পর বিতর্কে জড়াতে পারেন অভিনেতা। বিজেপি নেতা জানিয়েছেন যে তিনি ছবিটির নির্মাতাদের কাছ থেকে ক্ষতিপূরণও চাইবেন। রাজনীতিবিদ 'রাম সেতু প্রসঙ্গের চিত্রায়নে মিথ্যাচারের' অভিযোগ করেছেন।
আইনি জটে 'খিলাড়ি' কুমার
'রাম সেতু'র বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলে সুব্রহ্মণ্যম স্বামী এদিন ট্যুইটারে লেখেন, 'অক্ষয় কুমার, অভিনেতা এবং কারমা মিডিয়ার বিরুদ্ধে তাঁদের চলচ্চিত্রে রাম সেতু ইস্যুটির চিত্রায়নে মিথ্যাচারের কারণে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলাটি আমার সহযোগী সত্য সবরওয়াল দ্বারা চূড়ান্ত হয়েছে।'
অক্ষয় কুমারের কানাডার নাগরিকত্বের প্রসঙ্গ টেনে এনে বিজেপি নেতা ট্যুইটারে লেখেন, 'অভিনেতা অক্ষয় কুমার যদি একজন বিদেশী নাগরিক হন তবে আমরা তাঁকে গ্রেফতার করে তাঁর দত্তক দেশ থেকে বের করে দিতে বলতে পারি।'
অভিষেক শর্মা পরিচালিত 'রাম সেতু' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা ও সত্য দেবকে। ছবিটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তৈরি রাম সেতুর পিছনে সত্য খোঁজার জন্য একজন প্রত্নতাত্ত্বিকের গল্প বলবে। এই ছবি অ্যামাজন প্রযোজিত প্রথম বলিউড ছবি।
গত ২৯ এপ্রিল মুক্তি পায় ছবির প্রথম লুক। ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, 'রাম সেতুর দুনিয়ার এক ঝলক। প্রেক্ষাগৃহে ২০২২ সালের দীপাবলিতে।'
ছবিতে, অক্ষয়কে 'সল্ট অ্যান্ড পেপার' লুকে দেখা যেতে চলেছে। টিজারে তাঁর হাতে একটি জ্বলন্ত মশাল ধরা রয়েছে, সঙ্গে জ্যাকলিন এবং সত্য দেবকে পাশে দাঁড়িয়ে একই দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। রহস্যময় এক পরিবেশ তৈরি হয়েছে প্রথম ঝলকেই।