অবশেষে সমস্ত বিতর্কের জবাব দিলেন নায়ক অক্ষয় কুমার স্বয়ং। বিতর্কের উত্তরে অক্ষয়ের চাঁচাছোলা জবাব, ‘আমি কখনও কাউকে পুরস্কার পাওয়ার জন্যে বা কোনও ছবিতে সুযোগ পাওয়ার জন্যে আনুকূল্য চেয়ে ফোন করিনি’। তারপরই তিনি বলেন, প্রত্যেকে বলছেন প্রিয়দর্শন আমাকে পছন্দ করেন তাই দিয়েছেন। একসঙ্গে ৩৯ জন বিচারকের ওপর প্রভাব খাটানো কী করে সম্ভব? প্রশ্ন অক্ষয়ের।
গত বছর রমেশ সিপ্পি বিচারকের আসনে ছিলেন। তিনি অমিতাভ বচ্চনকে বেছে ছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। তখন কেউ কেন প্রশ্ন তোলেননি, জানতে চেয়েছেন অক্ষয়।
তবে জাতীয় পুরস্কার বিতর্ক নয়, তাঁর সঙ্গে শাহরুখের ছবি স্বাধীনতা দিবসে যে একইদিনে মুক্তি পাচ্ছে, সেপ্রসঙ্গেও মুখ খুলেছেন অক্ষয়। তাঁর বক্তব্য ৫২ সপ্তাহের মধ্যে ২০০টি ছবি মুক্তি পায় বলিউডে। সেখানে একই তারিখে ছবি মুক্তি পাবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে তিনি লড়াইয়ের ময়দানে নামতে চান না। এই ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে, আগামী দিনেও ঘটবে। অক্ষয় মনে করেন, ভাল ছবি দর্শক ঠিক খুঁজে নেবেন।