মুম্বই: দিন কয়েক আগেই ৬৪ তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। বিচারকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান অক্ষয় কুমার তাঁর ‘রুস্তম’ ছবির জন্যে। এরপরই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় বিতর্ক। নেটিজেনদের মত, আমির খান থাকতে অক্ষয় কুমারকে কেন দেওয়া হল শ্রেষ্ঠত্বের সম্মান। এপ্রসঙ্গে আগেই নিজের মতপ্রকাশ করেছেন জাতীয় পুরস্কারের মঞ্চে থাকা প্রধান বিচারক প্রিয়দর্শন। তাঁর স্পষ্ট দাবি, অক্ষয়কে বেশি পছন্দের কোনও প্রশ্নই নেই। অক্ষয় এই সম্মান পাওয়ার যোগ্য, তাই পেয়েছেন। তিনি আরও বলেন, তাঁর সঙ্গে বিচারকের আসনে ছিলেন আরও ৩৮ জন সদস্য। প্রত্যেকে সহমত হয়েই অক্ষয়কে বাছাই করেছেন।
অবশেষে সমস্ত বিতর্কের জবাব দিলেন নায়ক অক্ষয় কুমার স্বয়ং। বিতর্কের উত্তরে অক্ষয়ের চাঁচাছোলা জবাব, ‘আমি কখনও কাউকে পুরস্কার পাওয়ার জন্যে বা কোনও ছবিতে সুযোগ পাওয়ার জন্যে আনুকূল্য চেয়ে ফোন করিনি’। তারপরই তিনি বলেন, প্রত্যেকে বলছেন প্রিয়দর্শন আমাকে পছন্দ করেন তাই দিয়েছেন। একসঙ্গে ৩৯ জন বিচারকের ওপর প্রভাব খাটানো কী করে সম্ভব? প্রশ্ন অক্ষয়ের।
গত বছর রমেশ সিপ্পি বিচারকের আসনে ছিলেন। তিনি অমিতাভ বচ্চনকে বেছে ছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। তখন কেউ কেন প্রশ্ন তোলেননি, জানতে চেয়েছেন অক্ষয়।
তবে জাতীয় পুরস্কার বিতর্ক নয়, তাঁর সঙ্গে শাহরুখের ছবি স্বাধীনতা দিবসে যে একইদিনে মুক্তি পাচ্ছে, সেপ্রসঙ্গেও মুখ খুলেছেন অক্ষয়। তাঁর বক্তব্য ৫২ সপ্তাহের মধ্যে ২০০টি ছবি মুক্তি পায় বলিউডে। সেখানে একই তারিখে ছবি মুক্তি পাবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে তিনি লড়াইয়ের ময়দানে নামতে চান না। এই ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে, আগামী দিনেও ঘটবে। অক্ষয় মনে করেন, ভাল ছবি দর্শক ঠিক খুঁজে নেবেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিজের জন্যে কখনও তদ্বির করি না, জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে বিতর্কের জবাবে অক্ষয়!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2017 03:13 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -