নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হলেন রামলালা। কয়েক বছর ধরে তৈরি হওয়া এই রাম মন্দিরের নির্মাণকার্যে অনুদান দিয়েছেন বহু বলি তারকা (Bolly Celebs)। অক্ষয় কুমার থেকে শুরু করে অনুপম খের অনেকেই এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে কে, কত টাকা দিলেন জানেন ?


২০২১ সালের জানুয়ারি মাসেই একটি ভিডিয়োতে অক্ষয় কুমার বলেছিলেন যে রাম মন্দিরের নির্মাণকার্য শুরু হয়েছে যা কিনা তাঁর কাছে অত্যন্ত খুশির সংবাদ। আর দেশের প্রতিটি মানুষ নিজেদের সাধ্যমত এই মন্দিরের নির্মাণকার্যে সাহায্য করতে পারেন। তিনি নিজেও অর্থসাহায্য করেছেন মন্দিরের নির্মাণে, কিন্তু প্রকাশ্যে সেই টাকার অঙ্ক সম্পর্কে জানাননি অক্ষয় কুমার। অন্যদিকে 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ খান্নাও অর্থসাহায্য করেছেন রাম মন্দির নির্মাণে। এক টুইটে তিনি জানিয়েছেন যে স্থানীয় এমএলএ অতুল ভটখলকরের হাতে তিনি ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকার চেক তুলে দিয়েছেন রাম মন্দিরের (Ayodhya Ram Temple) নির্মাণের জন্য। পবন কল্যাণও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি নিজেই জানিয়েছেন যে ৩০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি আর তাঁকে দেখে আগ্রহী হয়ে তাঁর অনুরাগীরাও চাঁদা তুলে একযোগে অতিরিক্ত ১১ হাজার টাকা অনুদান দিয়েছেন রাম মন্দিরের নির্মাণকার্যে।


রাম মন্দিরের উদ্বোধনের সময় 'রামায়ণ' নৃত্যনাট্যে অভিনয় করার কথা হেমা মালিনীর। সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। সূত্রের খবর, রাম মন্দিরের নির্মাণে তিনিও অর্থসাহায্য করেছেন, তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি হেমা। রামের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গুরমীত চৌধুরী, তিনিও যে মন্দির নির্মাণে (Ayodhya Ram Temple) নিজের সাধ্যমত দানধ্যান করেছেন সে কথাও জানা গিয়েছে। অনুপম খেরও এই তালিকা থেকে বাদ যাননি। মন্দির নির্মাণের জন্য রামনাম খোদাই করা ইট উপহার দিয়েছেন অনুপম। নিজের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এই অনুদান দিয়েছেন অভিনেতা।   


বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী থাকতে রাম জন্মভূমিতে (Ayodhya Ram Temple) আজ চাঁদের হাট। বলিউড থেকে টলিউড, রাজনীতির দুনিয়া থেকে সঙ্গীতদুনিয়া, তারকার ঢল নেমেছে অযোধ্যায়। আর প্রত্যেকের পরনেই সনাতনী ভারতীয় পোশাক। অযোধ্যায় ইতিমধ্যেই এসেছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ থেকে রণবীর কপূর, আলিয়া ভট্ট। এসেছেন সপরিবার মাধুরী দীক্ষিত। এসেছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী, রামচরণও।


আরও পড়ুন: রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।