অযোধ্যা: অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পুজো শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতে পুজোর নিবেদন নিয়ে বসেছেন পুজোর কাছে। এদিনের প্রাণপ্রতিষ্ঠার পুজোর প্রধান যজমান প্রধানমন্ত্রী মোদি। প্রাণপ্রতিষ্ঠার পুজোর সঙ্কল্প করতে নৈবেদ্য় হাতে মোদি। নরেন্দ্র মোদির পাশে বসে রয়েছেন RSS এর প্রধান মোহন ভাগবত। 


পুজোয় বসেছেন নরেন্দ্র মোদি। তাঁর পরনে পাঞ্জাবি, গলায় উত্তরীয়। পুজোর আসনে বসেছেন প্রধানমন্ত্রী।  রামলালার মূর্তির সামনে অর্ঘ্য হাতে দাঁড়িয়ে পুজোর মন্ত্র পড়েন মোদি। 


 





গর্ভগৃহে পুজোয় বসার জন্য় মোদি হেঁটে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। 


 






বড় আর ছোট, দুই রামলালাই এখন প্রতিষ্ঠিত নব নির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে। আজ থেকে দুটি বিগ্রহেরই পুজো হবে। জানিয়েছেন রাম জন্মভূমির প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ।


১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড। এই ৮৪ সেকেন্ড মাহেন্দ্রক্ষণের মধ্যেই প্রাণপ্রতিষ্ঠা হয়েছে।


বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১ থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ু মন্দিরে পুজো দেবেন।


ফুলে ও অলঙ্কারে সেজেছেন রামলালা (RamLalla)। বেদির ওপর দাঁড়িয়ে রয়েছেন রামলালা। মুখে তাঁর স্মিত হাসি। কপালে তিলক, হাতে তির-ধনুক। মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়া ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার--মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়।

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।