কেশরীর সেটে আহত অক্ষয় কুমার
Web Desk, ABP Ananda | 19 Apr 2018 10:52 PM (IST)
মুম্বই: কেশরী ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁর পাঁজরে চোট লেগেছে। মহারাষ্ট্রের ওয়াই অঞ্চলে শ্যুটিং চলছে। চোট পাওয়ার পর অক্ষয়কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অক্ষয়কে মুম্বই ফিরে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়। যদিও তিনি সেই পরামর্শে কান দেননি। শ্যুটিংয়ের জায়গাতে থাকলেও, আপাতত অ্যাকশন দৃশ্যে অভিনয় করা সম্ভব হচ্ছে না অক্ষয়ের পক্ষে। দু’সপ্তাহ পরে এই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং হবে। ১৮৯৭ সালের ১২ সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের খাইবার পাখতুন অঞ্চলে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর শিখ জওয়ানদের সঙ্গে পশতুন ওরাকজাই উপজাতির সেনাবাহিনীর লড়াইয়ের ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে কেশরী। এই যুদ্ধটি সরাগরহির যুদ্ধ নামে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। ২০১৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। অক্ষয় ছাড়াও এই ছবিতে আছেন পরিণীতি চোপড়া। পরিচালক অনুরাগ সিংহ।