মুম্বই: সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পেয়েছে 'ছোরি' (Chhorii)। সমালোচক ও দর্শকরা বেশ প্রশংসাই করছিলেন ছবিটির। এবার নুসরত ভারুচা (Nushrratt Bharuccha) অভিনীত ছবিটির প্রশংসা করলেন স্বয়ং বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার (Akshay Kumar)। ছবির সমগ্র টিমকে কন্যা ভ্রূণ হত্যার মতো সামাজিক সমস্যা তুলে ধরার জন্য বাহবা জানিয়েছেন অভিনেতা। ছবিতে তাঁর মতে, সূক্ষতার সঙ্গে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে এবং সেই সঙ্গে ছবির গল্প বলার ধরনও খুবই ভাল।


অক্ষয় কুমার এমনিতেই সমাজের বিভিন্ন কঠিন ও সিরিয়াস ইস্যুকে তুলে ধরার চেষ্টা করেন। সেটা স্বচ্ছতা সংক্রান্ত হোক বা ধূমপান বিরোধী হোক। এই ধরনের একাধিক ছবি ও বিজ্ঞাপনের মাধ্যমে তিনি সচেতনতা ছড়ানোর চেষ্টা করেন। এবার এই ছবিও নজর কেড়েছে তাঁর। 


অক্ষয় কুমার সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওয় এযাবৎ মহিলারা কী করছেন ও কতটা এগিয়ে গেছেন সেই কথাই শোনা যাচ্ছে। কিন্তু শেষে একটা প্রশ্নও তোলা হচ্ছে ভিডিওয়। 'কী হবে যদি ওই ছোরি (মেয়ে)-দের কিছু করার সুযোগটাই না দেওয়া হয়?' এমন করতে করতে যদি মহিলা বা নারী হীন পৃথিবী হয় তাহলে না আমরা তাঁদের কীর্তি দেখতে পাবো না তাঁদের দ্বারা অনুপ্রাণিত হতে পারব।


অক্ষয় কুমার তাঁর পোস্টে লেখেন, 'কন্যাসন্তানের বাবা হিসেবে, যেখানে আমার মেয়ে আমার জীবন, আমি ছবিটা দেখে সত্যিই মুগ্ধ এবং একইসঙ্গে চিন্তিতও। এই বিষয়টিকে তুলে ধরার জন্য কুর্নিশ।'




ভিডিওয় ছবির মুখ্য অভিনেত্রী নুসরত ভারুচাকে ভারতীয় মহিলা কৃতীদের কথা বলতে শোনা যাচ্ছে। তাঁরা কীভাবে সমাজের নিজেদের জায়গা করে নিয়েছেন সেই কথা জানাচ্ছেন নুসরত। সেটা যেকোনও ক্ষেত্রেই হোক, ক্রীড়া, চিকিৎসা, অভিনয়, বিনোদন, রাজনীতি, সব জায়গায় তাঁরা সব বাধা পেরিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাঁরা আমাদের সকলের অনুপ্রেরণা। 


আরও পড়ুন: Shilpa Shetty: তাঁর মতে আসল সৌন্দর্য কাকে বলে? জানালেন শিল্পা শেট্টি