মুম্বই: আসছে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। ছবিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) কাজ করা নিয়ে চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। এই ছবিতে যে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান, সে খবর আগেই নিশ্চিত করেছেন পরেশ রাওয়াল। পাশাপাশি অক্ষয় কুমারকে যে এই ছবিতে দেখা যাবে না, সে খবর নিজেই নিশ্চিত করেছেন বলিউডের 'খিলাড়ি'। তাই স্বাভাবিকভাবেই দুইয়ে দুইয়ে চার করে নেটিজেনরা মনে করছেন যে, তাহলে সম্ভাবত অক্ষয় কুমারের অভিনয় করা 'রাজু' চরিত্রেই দেখা যাবে কার্তিককে। কিন্তু ফের শোনা যাচ্ছে, এই ছবিতে ফিরতে পারেন অক্ষয়। আর এই খবরে উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন নেটিজেনরা।


অক্ষয় কুমার কি অভিনয় করবেন 'হেরা ফেরি ৩'-এ?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'হেরা ফেরি ৩' ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ফের অক্ষয় কুমারের সঙ্গে ছবিতে অভিনয়ের প্রসঙ্গে কথা বলেছেন। কারণ, বলাই বাহুল্য, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির সঙ্গে অক্ষয় কুমারের অভিনীত 'রাজু' চরিত্রটি 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজিতে অন্য মাত্রা যোগ করেছে। যথেষ্ট জনপ্রিয় তাঁর অভিনীত চরিত্রটি। তাই প্রযোজকের সঙ্গে অক্ষয় কুমারের ফের কথাবার্তা শোনা যাওয়ায় আশার আলো দেখছেন অনুরাগীরা। সেই উচ্ছ্বাস তাঁরা প্রকাশ করছেন নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক পোস্ট করছেন তাঁরা।








আরও পড়ুন - Rana Daggubati: বিমানে ব্যাগ হারিয়ে বিস্ফোরক 'বল্লালদেব' রানা