মুম্বই: বিমানযাত্রার দুর্বিসহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন 'বাহুবলী' অভিনেতা রানা দগ্গুবতি (Rana Daggubati)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেশের নামী এক উড়ান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন যে, তাঁর ব্যাগপত্র হারিয়ে যাওয়ার পরও নিরুত্তাপ সংস্থার কর্মীরা।


নামী উড়ান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রানা দগ্গুবতি-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা রানা দগ্গুবতি। তিনি জানিয়েছেন যে, দেশের নামী উড়ান সংস্থা আসলে দেশের সবথেকে ঝঘন্য উড়ান সংস্থা। তাঁর অত্যন্ত জঘন্য অভিজ্ঞতা হল। বিমানের সময়ের কোনও ধারণাই নেই তাদের। বিমানেই খোওয়া গিয়েছে অভিনেতার ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র। সে সম্পর্কেও কোনও ধারণা নেই তাদের। 


ওই উড়ান সংস্থার ট্যাগলাইনটি রিট্যুইট করেন রানা দগ্গুবতি। ট্যাগলাইনে লেখা ছিল, 'আমাদের ইঞ্জিনিয়াররা নিরাপদ এবং ঝঞ্ঝাটমুক্ত যাত্রার জন্য সবসময় তৈরি থাকেন।' ট্যাগলাইনটি রিট্যুইট করে রানা লেখেন, 'হতে পারে ইঞ্জিনিয়াররা ভালো। কিন্তু কর্মীরা নন। আপনাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।'


আরও পড়ুন - Top Entertainment News Today: টলি থেকে বলি, ছোট পর্দা থেকে বড় পর্দা, একনজরে বিনোদনের দুনিয়া


প্রসঙ্গত, আদতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ সরব হন না রানা দগ্গুবতি। কিন্তু এবার উড়ান সংস্থার বিরুদ্ধে তিনি যে ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে, উড়ান সংস্থার ব্যবহারে তিনি মারাত্মক ক্ষুব্ধ রয়েছেন। যদিও ওই উড়ান সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিনেতার অভিযোগের কোনও উত্তর দেওয়া হয়নি। পাশাপাশি জানা যায়নি যে, তিনি কোথায় যাত্রা করছিলেন।  তবে, তিনি সম্প্রতি ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় যোগ দিতে গোয়া গিয়েছিলেন। হতে পারে, সেই সময়ই যাত্রা করার সময়ে এমন বিপত্তির মুখে পড়েন 'বাহুবলী'র বল্লালদেব।


অন্যদিকে, গত ৯ অগাস্ট ছিল রানা দগ্গুবতি ও তাঁর স্ত্রী মিহিকা বাজাজের বিবাহবার্ষিকী। আর সেইদিনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট ডিলিট করে দেন রানা। ইনস্টাগ্রামে তাঁকে প্রায় ৪.৭ মিলিয়ন মানুষ ফলো করেন। আচমকা অভিনেতার এমন কাজে তাঁরাও হতবাক হয়ে যান। 


রানা দগ্গুবতিকে শেষবার পর্দায় দেখা গিয়েছে তেলুগু ছবি 'বিমলা নায়েক'-এ পবন কল্যাণের সঙ্গে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'রানা নাইডু' ছবিতে। যেটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।