মুম্বই: ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ছবি মিশন মঙ্গল। তা নিয়ে বেজায় ব্যস্ত বলিউডের খিলাড়ি। আর এই ব্যস্ততার মধ্যেই মুক্তি পেল তাঁর নতুন ছবি বচ্চন পাণ্ডে-র পোস্টার। এতে অক্ষয়কে পুরোপুরি অন্যরকম দেখাচ্ছে।
পোস্টার টুইট করেছেন অক্ষয় নিজেই। জানিয়েছেন, বচ্চন পাণ্ডে-র পরিচালক ফারহাদ সামজি। ২০২০-র বড়দিনে মুক্তি পাবে ছবিটি।