কানাডা: গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতার দ্বিতীয় মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল টরোন্টো ন্যাশনালস ও ভ্যানকোভার নাইটস।  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটাই ছিল ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংহর প্রথম ম্যাচ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টরোন্টো ন্যাশনালসের হয়ে অভিষেক করলেন তিনি। প্রতিযোগিতার দ্বিতীয় মরশুমে টরোন্টো ন্যাশনালসের অধিনায়কও করা হয়েছে যুবরাজকে।





বৃহস্পতিবার, টসে জিতে যুবরাজদের ব্যাট করতে পাঠান ক্রিস গেইল। শুরুতেই ম্যাকালামের উইকেট হারিয়ে ধাক্কা খায় টরোন্টো ন্যাশনালস। চারে নেমে অধিনায়ক যুবরাজও ফ্লপ। ব্যাটে বলেই হচ্ছিল না তাঁর। ২৭ বল খেলে মাত্র ১৪ রানই আসে তাঁর ব্যাট থেকে। তার মধ্যে ইনিংসের শেষ দিকে আউট না হয়েও ইচ্ছাকৃতভাবে ক্রিজ থেকে বেরিয়ে যাওয়া, সব মিলিয়ে যুবরাজের পারফর্ম্যান্সে হতাশ তাঁর অনুরাগীরা। ১৭ ওভারে নাইটদের মিডিয়াম ফাস্ট বোলার রিজওয়ান চিমার বলে এজ হলেও উইকেট কিপার তাঁর ক্যাচ ফেলে দেয়। তবে বল উইকেটে লাগে। এরপরই দেখা যায়, প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেছেন বাঁ হাতি ক্রিকেট তারকা। আম্পায়ারের সিদ্ধান্ত পর্যন্ত দেখলেন না। যদিও পরে দেখা যায় উইকেটে বল লাগার সময় ক্রিজের মধ্যেই ছিলেন যুবরাজ। আউট ছিলেন না তিনি। এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।





উল্লেখ্য, এই ম্যাচে প্রথম ব্যাট করে যুবরাজের টরোন্টো ন্যাশনালস  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানই তুলতে পারে। জবাবে ২ উইকেট হারিয়েই গেইলের ভ্যানকোভার নাইটস পৌঁছে যায় তাঁদের কাঙ্খিত লক্ষ্যে। ৮ উইকেটে জয়ী হয় ক্রিস গেইলের দল ভ্যানকোভার নাইটস।