কলকাতা: শ্যুটিংয়ের পরিবেশ বদল নিয়ে কথা বলেন অনেক অভিনেতাই। টলিউড থেকে শুরু করে বলিউড, অনেক অভিনেতা অভিনেত্রীই হামেশাই বলে থাকেন যে অতীতে শ্যুটিং হত এক্কেবারে অন্যভাবে। সবাই একসঙ্গে কাজ করতেন, আর শটের বাইরে সময় কাটত গল্প আড্ডায়। বলিউডে এখন সেই চল প্রায় নেই বললেই চলে। তবে 'গ্যাংস অফ ওয়াসেপুর' (Gangs of Wasseypur)-এর শ্যুটিং নাকি হয়েছিল এক্কেবারে আলাদাভাবে। 


২০১২ সালে শ্যুটিং হয়েছিল অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অনুরাগ কশ্যপের সেই ছবির স্মৃতি রোমন্থন করেছেন পঙ্কজ। কীভাবে শ্যুটিং হত, কাজ হত সেই বর্ণনাও দিয়েছেন তিনি। পঙ্কজের কথায়, 'এখন সব অভিনেতা অভিনেত্রীরাই শট দেওয়ার পরে নিজের নিজের ভ্যানিটি ভ্যানে ফিরে যান। সেখানেই সময় কাটান একা বসে। হয়তো বা আগামী শটের প্রস্তুতি নেন। তবে যখন আমরা গ্যাংস অফ ওয়াসেপুর-এ কাজ করেছি, এই প্রথা ছিল না। তখন তো ভ্যানিটিও ছিল না। সবাই বাইরে চেয়ার পেতে বসে গল্প করতাম।'


পঙ্কজ ত্রিপাঠি বড়মাপের অভিনেতা হলেও চিরকালই মাটির কাছাকাছি থাকা মানুষ। বাংলার জয়া আহসান (Jaya Ahsaan)-এর আগে পঙ্কজের সঙ্গে কাজ করেছেন একটি ওটিটি ফিল্ম 'কড়ক সিং'-এ। সেখানে জয়া গল্প করেছিলেন, পঙ্কজ ত্রিপাঠি নাকি সেটেই রান্না করতেন! জয়া জানিয়েছিলেন নিজের  ঘরে ইন্ডাকসন বার্নার এনে রেখেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। শটের ফাঁকে সেখানেই নাকি তিনি নিজের হাতে মোমো বানাতেন। অবসর পেলেই সবাই গিয়ে সেই মোমো খেয়ে আসত। পঙ্কজ নাকি সাধারণত বাড়ি থেকে আনা খাবার খেতেন। আর সেখানেই একদিন লিট্টি-চোখা এনে খাইয়েছিলেন সবাইকে। 


অন্যদিকে, গ্যাংস অফ ওয়াসেপুর ছবির কথা বললে একজনের নাম কখনও বাদ দেওয়া চলে না। তিনি ভিকি কৌশল (Vicky Kaushal)। অনেকেই জানেন না, ভিকি গ্যাংস অফ ওয়াসেপুর ছবিতে কাজ করেছিলেন। তবে পর্দার সামনে নয়। পর্দার পিছনে। তখনও তিনি অভিনয়ে আসেননি। সহকারী পরিচালকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।


আরও পড়ুন: ভাঙনের সময়ে ফের কাছাকাছি ইন্দ্রনীল-বরখা, জোড়া লাগল সম্পর্ক?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।