মুম্বই: মেয়ে নিতারা সাত বছর বয়সে পড়ল, কিউট ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিতারার সঙ্গে একটি ছবি পোস্ট করে অক্ষয় লিখেছেন, “ও (নিতারা) সবথেকে খুশি থাকে যখন বাবার বাহুবন্ধনে থাকে। এতে বাবাও খুশি থাকে। তামাম দুনিয়ার আনন্দ তোমার হোক। শুভ জন্মদিন প্রিয়, নিতারা।”





অক্ষয় সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন, তা সম্প্রতি তাঁর ইংল্যান্ড সফরের। সেখানে অক্ষয় (৯ সেপ্টেম্বর) নিজের ও তাঁর ছেলে আরভের জন্মদিন (১৪ সেপ্টেম্বর) উদযাপন করেছেন। ওই সফরে অক্ষয়ের সঙ্গী ছিলেন টুইঙ্কল খান্নাও।