নয়াদিল্লি: পাকিস্তান থেকে উগ্র ইসলামি মৌলবাদের শিকড় উপড়ে ফেলার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেই ছেড়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি নিশ্চিত, প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন।’

সোমবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই আফগানিস্তানে লড়াই করার জন্য আল-কায়দা সহযোগী গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দিয়েছিল। আল-কায়দার মতো গোষ্ঠীগুলির সঙ্গে বরাবরই আইএসআই-এর যোগাযোগ ছিল। কারণ, আইএসআই ওদের প্রশিক্ষণ দিয়েছিল।’

এ বিষয়েই যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। আমি নিশ্চিত, তিনি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আমরা সবাই চাই, ভারত ও পাকিস্তান নিজেরাই কাশ্মীর সমস্যা মিটিয়ে নিক।’ইমরানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘খুব ভাল বৈঠক হয়েছে। দীর্ঘসময় ধরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।’