কলকাতা: প্রত্য়েক বছরের মত এবছরও ভারতের চলচ্চিত্র জগতে একাধিক ভাষার মুক্তি পেয়েছিল অনেক বিগবাজেট ছবি। তারমধ্য়ে কিছু ছবি বক্সঅফিসে ঝড় তোলে আর কিছু ছবিতে নামীদামী তারকারা থাকলেও তা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। আজ চোখ রাখব এমন দশটি ছবির দিকে যেগুলি দর্শককে নিরাশ করেছে।


আদিপুরুষ: প্রভাস অভিনীত আদিপুরুষ তৈরিতে খরচ হয়েছিল ৫৫০ কোটি। তবে বক্সঅফিসে এই ছবি মুখ থুবড়ে পড়ে। বিশ্বব্য়াপী মাত্র ৪৫০ কোটি আয় করে ছবি। ওম রাউত (Om Raut) পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush) মুক্তি পেয়েছিল ১৬ জুন। মুক্তির দিন থেকেই একাধিক সমালোচনার সম্মুখীন হয়েছিল এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon), সইফ আলি খানের (Saif Ali Khan) মত অভিনেতারা। 


গণপথ: ২০০ কোটি টাকায় তৈরি গণপথ আয় করতে পারেনি ২০ কোটি টাকাও। বক্স অফিসে মাত্র ১৩.৩৮ কোটির ব্য়বসা করেছিল এই ছবি। বিকাশ বহেল ছবিটি ছিল একটি সাই-ফাই থ্রিলার। চলতি বছর অক্টোবর মাসে মুক্তি পায় এই ছবি। টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতি শ্য়ানন (Kriti Sanon) অভিনীত 'গণপথ' (Ganpath) সিনেপ্রেমীদের মনে ধরেনি। পরিচালক নিজেও একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, ছবিটি নিয়ে বেশ বিভ্রান্ত ছিলেন তিনি।


কবজা: কন্নড় ভাষায় তৈরি এই প্য়ান ইন্ডিয়া ছবি বাজেট ছিল ১২০ কোটি টাকা। তবে বক্সঅফিসে সাফল্য়ের মুখ দেখতে পায়নি এই ছবি। সবমিলিয়ে এছবির আয় হয় মাত্র ৩০ কোটি টাকা।


সেলফি: ১০০ কোটি টাকা বাজেটের ছবি সেলফিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, নুসরত ভারুচা, ইমরান হাসমির মত অভিনেতারা। তবে সাফল্য়ের মুখ দেখতে পায়নি এই ছবি। বক্স অফিসে এই ছবির আয় ছবি মাত্র ২৩ কোটি টাকা।


আরও পড়ুন...


দীপিকা বা প্রিয়াঙ্কা নন, এই ভারতীয় অভিনেত্রীর ছবি ১০০০ কোটির ব্য়বসা করে গড়েছে একাধিক রেকর্ড


তেজস: কঙ্গনা রানাউত অভিনীত এই ছবির বাজেট ছিল ৭০ কোটি টাকা। যদি 'মনিকর্ণিকা' অভিনেত্রীর এই অ্য়াকশানধর্মী ছবি মনে ধরেনি সিনেপ্রেমীদের। বক্সঅফিসে মাত্র ৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয় এই ছবি। ভারতে প্রায় ২০০০ স্ক্রিনে তেজস মুক্তি পায়। ২৭ অক্টোবর ওপেনিং ডে-তে তেজস ১ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল।


দ্য় লেডিকিলার: এই ছবি বলিউডে ফ্লপ ছবিগুলির মধ্য়ে অন্য়তম। ভূমি পেডনেকর ও অর্জুন কপূর অভিনীত এই ছবির বাজেট ছিল ৪৫ কোটি টাকা। তবে বক্সঅফিসে মুখ থুবড়ে পরে এই ছবি।  সবমিলিয়ে আয় করে ১ লক্ষ টাকা।


শেহজাদা: কার্তিক আরিয়ান ও কৃতি শ্য়ানন অভিনীত  ৮৫ কোটির ছবি শেহজাদা ব্য়বসা করে মাত্র ৪৩ কোটি টাকার। 'শেহজাদা'। সুপারহিট তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তেলুগু ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। 'শেহজাদা' ছবির ট্রেলার, টিজান ও বেশ কয়েকটি গান মুক্তি পেতেই নেট দুনিয়ায় এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ে। কিন্তু দর্শকদের যতটা উচ্ছ্বাস নেট দুনিয়ায় দেখা গিয়েছিল, তার বিশেষ প্রভাব বক্স অফিস কালেকশনে পড়েনি।


পঞ্চকৃতি: ৩৩ কোটি টাকা বাজেটের এই ছবি খুব বেশি টাকা আয় করতে পারেনি।


ভিড়: করোনাকালে মানুষের ভয়াবহ পরিস্থিতি নিয়ে পরিচালক সুধীর মিশ্র বানিয়েছিলেন 'ভিড়'। ৩৫ কোটি টাকার এই ছবি ব্য়বসা করেছিল মাত্র ৩ কোটি টাকার। ফলে ৩২ কোটি টাকার ক্ষতি গুনতে হয় প্রযোজককে। ‘থাপ্পড়’ (Thappad) ‘আর্টিকল ১৫’ (Article 15), ‘মুল্ক’ (Mulk), ‘অনেক’ (Anek)- এর মতো অন্য স্বাদের গল্প উপহার দিয়ে দর্শকের প্রত্য়াশার বাড়িয়ে দিয়েছিলেন অনুভব সিনহা।  তবে 'ভিড়'-এও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার যন্ত্রণা, তাঁঁদের মাইলের পর মাইল অসহায়ের মতো রাস্তায় হাঁটার গল্পকে সিনেপ্রেমীদের সামনে তুলে ধরলেও বক্সঅফিসে ভাল ফল করতে পারেনি এই ছবি।


কুত্তে-  অর্জুন কপূর অভিনীত 'কুত্তে' নিয়ে দর্শকের উন্মাদনা ছিল প্রথম থেকেই। তবে দর্শককে নিরাশ করে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবিতে। ৩৫ কোটির বাজেটের এই ছবি আয় করেছিল মাত্র ৪ কোটি টাকা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।