নয়াদিল্লি: আজ, ২ মার্চ, ৩৪ বছর পূর্ণ করলেন অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff Birthday)। খুব শীঘ্রই তাঁকে অক্ষয় কুমারের (Akashay Kumar) সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে, 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' (Bade Miyan Chote Miyan) ছবিতে। এদিন সহ-অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে আসন্ন ছবি 'বিহাইন্ড দ্য সিন' অর্থাৎ শ্যুটিংয়ের অদেখা আকর্ষণীয় ভিডিও পোস্ট করেছেন অক্ষয়। সেই সঙ্গে আবেগঘন বার্তা লিখেছেন তিনি। 


টাইগারের জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা অক্ষয়ের


এদিন একটি অ্যাকশন দৃশ্য শ্যুটিংয়ের ভিডিও পোস্ট করে অক্ষয় কুমার লেখেন, 'আরে ছোটে, তোর সঙ্গে মজা করার মধ্যে আলাদাই আনন্দ আছে। তোর জন্মদিনে, আমি আশা করি যেন জীবনের সমস্ত দরজা তোর জন্য নিজে থেকে খুলে যায়। তুই এক উজ্জ্বল স্ফুলিঙ্গ, টাইগার। সবসময় উজ্জ্বল থাকসি।' 


মজার যে 'বিটিএস' ভিডিও এদিন অক্ষয় কুমার রোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে টাইগার শ্রফ অনেকক্ষণ ধরে লাথি মেরে স্টান্ট করেও একটি বন্ধ দরজা খুলতে পারছেন না। তখনই এসে অক্ষয় ছিটকিনি খুলে দরজা খোলেন, এবং বলেন, 'কী করছিস ছোটে?' মজার এই ভিডিও দর্শক বেশ উপভোগ করছেন এবং অবশ্যই তাঁদের বহু প্রতীক্ষিত ছবি যে অ্যাকশনে ভরপুর হবে তারও কয়েক সেকেন্ডের ঝলক মিলল এর মাধ্যমে। কেউ কেউ কমেন্টে লিখলেন, 'শ্রেষ্ঠ ও সুপার হিট কম্বো'। কেউ আবার লিখলেন, 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ অ্যাকশন ও মজায় ভরপুর হবে।'


 






প্রসঙ্গত, গত সপ্তাহেই এই ছবি প্রচারে দুই তারকা পৌঁছন লখনউ। তবে সেখানে খানিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। লখনউয়ে ছবির প্রচার অনুষ্ঠানে বেলাগাম ভিড়ে শুরু হয় ধুন্ধুমার। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। বড় অঘটনের মুখ থেকে ফেরেন দুই তারকা। বিপুল ভিড়ের সামনে কিছু স্টান্ট প্রদর্শন করেন তাঁরা। এএনআই সূত্রে খবর, এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। বেলাগাম ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। লখনউয়ে এসে তাঁদের আনন্দের কথা জানাতে শোনা যায় মঞ্চে দাঁড়িয়ে তাঁদের। ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। লোকসংখ্যা এত বেড়ে যায় যে নিরাপত্তারক্ষী দ্বারা তা সামলানো কঠিন হয়ে দাঁড়ায়। ভিড় সামলাতে যখন মরিয়া তাঁরা, তখন অনেককে সামনের দিকে চটি জুতো ছুড়তেও দেখা যায়। মাটিতে প্রচুর চটি জুতো পড়ে থাকতে দেখা যায়। 


আরও পড়ুন: Pathaan 2: 'পাঠান ২' ফিল্মে থাকছেন না দীপিকা? শাহরুখের বিপরীতে এবার কে?


এদিন টাইগার শ্রফকে ক্ষমা চাইতে দেখা যায়, যাঁরা অনুষ্ঠান স্থলে এসে অপেক্ষা করছিলেন তাঁদের কাছে। এরপর তাঁকে বলতে শোনা যায় যে লখনউ এসে তাঁদের এত উচ্ছ্বাস ও উন্মাদনা দেখে আপ্লুত টাইগার। ইভেন্টে বেশ কিছু এরিয়াল স্টান্ট করেন তাঁরা। চলতি বছরের এপ্রিলে মুক্তি পাবে এই ছবি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।