মুম্বই: 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষা বন্ধন'-- তাঁর পর পর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যেই পরবর্তী ছবি 'কাটপুতলি' সরাসরি ওটিটি-তে মুক্তি পাচ্ছে। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে কী বলবেন বলিউডের 'খিলাড়ি'? চেনা স্টাইলে উত্তর, 'আমার ছবি যদি না চলে, তার দায় আমাদের বা নির্দিষ্ট ভাবে আমারই', বললেন অক্ষয় কুমার।
ব্যর্থতার দায়স্বীকার...
'কাটপুতলি'-র ট্রেলার মুক্তি উপলক্ষ্যে শনিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয়। সঙ্গে ছিলেন ছবিতে তাঁর সহ-অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। অনুষ্ঠানের ফাঁকে বক্স অফিসে দর্শক টানার অপারগতা ও ওটিটি-তে ছবি মুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। জবাব অক্ষয় বলেন, 'দর্শক কী চাইছেন সেটা বুঝতে হবে, ছবিতে বদল আনতে হবে। আমার ভাবনার ধরনও পাল্টে ফেলতে হবে। এটাও ভাবা দরকার যে কোন ধরনের ছবিতে কাজ করব। এর মধ্যে অন্য কাউকে দায়ী করা অনুচিত। এর দায় পুরোপুরি আমার।' এর পরও প্রশ্নবাণ থামেনি। 'কাটপুতলি' ছবিটি প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটি-তে মুক্তি পাচ্ছে। তবে কি ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি তুলনামূলক ভাবে নিরাপদ বলে মনে করছে বলিউড? মানতে রাজি নন টুইকল খান্নার স্বামী। তাঁর মতে, 'নিরাপত্তার কোনও জায়গাই নেই। এখানেও বহু সংখ্যক মানুষ ছবি দেখেন, সংবাদমাধ্যমের লোকজন ছবি দেখেন। তাঁদের পছন্দ-অপছন্দ এখানেও গুরুত্বপূর্ণ। আর ওটিটি-তে ছবি মুক্তির জন্যও পরিশ্রম করত হয়।'
নতুন ছবি নিয়ে...
এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে 'কাটপুতলি' ছবিতে এক জন পুলিশকর্মীর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। সদলবলে এক 'সিরিয়াল কিলার'-র পিছনে ধাওয়া করবেন তিনি। নিজের মতো করে সেই অভিযানে সাহায্য করবেন রকুলপ্রীত সিংহও। প্রত্যাশিত ভাবেই ছবির ক্লাইম্যাক্স গোপন রেখেছেন নির্মাতারা। কিন্তু 'থ্রিলার' ঘরানায় আগেও জাত চিনিয়েছেন অক্ষয় কুমার। ফলে এবারও বড়সড় কোনও ধামাকা অপেক্ষা করছে, আশা ভক্তদের। 'কাটপুতলি'-র হাত ধরে প্রিয় অভিনেতার হিটের খরা কাটবে, বিশ্বাসী তাঁরা।
অক্ষয়ের রেকর্ড...
বছরে ছটিরও বেশ ছবি করার রেকর্ড রয়েছে এই বলি-তারকার। পাশাপাশি ফিটনেস নিয়েও সমান সচেতন তিনি। বলা হয়, জনপ্রিয়তায় ৩ খানকে টেক্কা দেন অক্ষয়। কিন্তু পর পর ৩টি ফিল্ম ফ্লপ হওয়ার পর এবার কাটপুতলি-র দিকে তাকিয়ে অনেকেই। হিসেব পাল্টে দিয়ে নতুন রেকর্ড গড়বেন তিনি, আশায় ভক্তরা।
আরও পড়ুন:'একটা মার দিতে এলে, তৃণমূল নেতা-কর্মীদের ভাল করে ওষুধ দিয়ে দেবেন' হুঁশিয়ারি সুকান্তর