নয়াদিল্লি: অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত আসন্ন অ্যাকশন থ্রিলার (Action Thriller) ঘরানার 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' (Bade Miyan Chote Miyan) ছবির প্রথম লুক পোস্টার এল প্রকাশ্যে (first poster out)। শনিবার যে পোস্টার প্রকাশ্যে এল সেখানে দেখা মিলল টাইগার শ্রফ (Tiger Shroff) ও অক্ষয় কুমারের, তাঁদের হাতে ধরা বন্দুক। ক্লিন-শেভড লুকে দেখা গেল টাইগারকে, অন্যদিকে গোঁফ সমেত দেখা মিলল অক্ষয়ের। 


প্রকাশ্যে 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির প্রথম লুক পোস্টার


'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির প্রথম লুক পোস্টার প্রকাশ পেল। হাতে বন্দুক নিয়ে দেখা গেল টাইগার ও অক্ষয়কে, একেবারে 'রাফ অ্যান্ড টাফ' লুকে। চারিদিকে একগুচ্ছ হেলিকপ্টারের মাঝে বুলেটপ্রুফ কোট পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মারমুখী অভিব্যক্তি নিয়ে দেখা মিলল দুই তারকার। টাইগারকে দেখা গেল তাঁর বাইসেপ্স প্রদর্শন করতে। পোস্টার শেয়ার করে এদিন ক্যাপশনে লেখা হয়, 'পৃথিবী ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে এবং... আমাদের নায়কদের উত্থান হবে।'


এদিন ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে অভিনেতা অক্ষয় কুমার লেখেন, 'বড়পর্দায় আমাদের প্রিয় কাজ করতে ফেরত আসছি - অ্যাকশন।' পোস্টেই অভিনেতা উল্লেখ করেছেন যে ২৪ জানুয়ারি ছবির টিজার মুক্তি পাবে। এই বছরের ইদে মুক্তি পাওয়ার কথা ছবিটির। 


 






আলি আব্বাস জাফার পরিচালিত এই ছবিতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহাও। এছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মানুষী চিল্লর, আলায় এফ ও রণিত রায়কে। পূজা এন্টারটেনমেন্ট এবং এএজেড ফিল্মস প্রযোজিত এই ছবি। 


আরও পড়ুন: Rashmika Mandanna: রশ্মিকা মান্দান্নার 'ডিপফেক' ভিডিওর 'স্রষ্টা'কে হেফাজতে নিল দিল্লি পুলিশ


১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির আনুষ্ঠানিক রিমেক এটি। অ্যাকশন কমেডি ঘরানার ছবির রিমেক তৈরি করবেন আলি আব্বাস জাফর। রাম্যা কৃষ্ণন, অনুপম খের, রবীনা ট্যান্ডনকে দেখা গিয়েছিল সাপোর্টিং চরিত্রে এবং মাধুরী দীক্ষিত ছিলেন অতিথি শিল্পী হিসেবে। প্রথম ছবিটির পরিচালক ছিলেন ডেভিড ধবন ও প্রযোজক ছিলেন বাসু ভগনানি এবং ১৯৯৮ সালের সবচেয়ে বড় হিট ছিল এই ছবি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।