Electric Scooter: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। আর সেই তালিকায় রয়েছে Ather সংস্থার ইলেকট্রিক স্কুটারও। সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে যে চলতি বছরের শেষদিকে ভারতে লঞ্চ হতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের মডেল Ather Rizta। এক্স মাধ্যমে Ather সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা তরুণ মেহতা পোস্ট করে এই খবর ঘোষণা করেছেন।
কবে লঞ্চ হতে পারে Ather Rizta
কোম্পানির তরফে জানানো হয়েছে এটি একটি ফ্যামিলি স্কুটার হতে চলেছে এবং ভারতের বাজারে এই ইলেকট্রিক স্কুটার আত্মপ্রকাশ করবে Ather Community Day Celebration 2024- এ। এই বিশেষ দিনটি কবে? এক্স মাধ্যমে শেয়ার হওয়া টিজার ভিডিওতে বলা হয়েছে Ather Rizta ইলেকট্রিক স্কুটার ৬ মাসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। অতএব অনুমান, ভারতের বাজারে Ather Rizta ই-স্কুটার আত্মপ্রকাশ হতে আর বেশিদিন দেরি নেই। তবে সংস্থার তরফে একথাও বলা হয়েছে যে এখনও হাতে কিছুটা সময় রয়েছে।
Ather সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা তরুণ মেহেতা জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষ এবং আরামের ব্যাপারে বিশেষ খেয়াল রেখে তৈরি হয়েছে নতুন ইলেকট্রিক স্কুটার Ather Rizta। ২০১৯ সাল থেকে এই ইলেকট্রিক স্কুটার নিয়ে তাদের টিম কাজ করছে। এবার সময় এসেছে আত্মপ্রকাশের। তরুণের কথায় Ather Rizta ইলেকট্রিক স্কুটার লঞ্চের পর ই-স্কুটারের বাজারে সকলের কার্যত তাক লেগে যাবে এবং ইউজাররাও দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করবেন।
এই বছরে এই নিয়ে দ্বিতীয় ইলেকট্রিক স্কুটারের ঘোষণা করল Ather Energy কোম্পানি
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল যে তারা ভারতের বাজারে Ather 450 Apex ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। এই ইলেকট্রিক স্কুটারের ইন-শোরুম দাম ১.৮৯ লক্ষ টাকা। Ather 450 Apex ইলেকট্রিক স্কুটারে থাকছে একটি 3.7kWh ব্যাটারি যা ১৭৫ কিলোমিটার রেঞ্জে চলতে পারে। পুরো চার্জ হতে সময় লাগবে ৫ ঘণ্টা ৪৫ মিনিট। এই ইলেকট্রিক স্কুটারের পিক পাওয়ার 7.0kW এবং ম্যাক্সিমাম টর্ক 25Nm। এই ই-স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। ২২ লিটারের বিট স্টোরেজ স্পেস রয়েছে Ather 450 Apex ইলেকট্রিক স্কুটারে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি নতুন ম্যাজিক টুইস্ট। এর সাহায্যে স্কুটার সর্বোচ্চ গতিতে নিয়ে যাওয়া যাবে এবং গতি কমিয়ে আনা সম্ভব হবে একই throttle- এর মাধ্যমে। এই Ather 450 Apex ইলেকট্রিক স্কুটারের রয়েছে ৭ ইঞ্চির TFT dashboard এবং সেখানে আবার রয়েছে গুগল ম্যাপ নেভিগেশনের সাপোর্ট।
আরও পড়ুন- সাড়ে সাত কোটির ইভি ! চমকে দেবে রোলস রয়েসের এই নতুন মডেল
Car loan Information:
Calculate Car Loan EMI