মুম্বই: অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’-এর ট্রেলার দেখে মোহিত আমির খান। বললেন, ‘সুপার্ব’। নিজের ট্যুইটার পেজে সেই ট্রেলার শেয়ার করে আমির বড় পর্দায় ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন। ৯ নভেম্বর ডিজনি, হটস্টারে ডায়রেক্ট-টু-ডিজিটাল রিলিজ হচ্ছে ছবিটির। তবে বাছাই করা কয়েকটি বিদেশের বাজারে বড় প্রেক্ষাগৃহেও সেসময় মুক্তি পাওয়ার কথা। এক রূপান্তরকামীর আত্মা ভর করেছে, এমন একটি লোকের চরিত্রে অক্ষয়ের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আমির লিখেছেন, প্রিয় অক্ষয়কুমার। কী অসাধারণ ট্রেলার, প্রিয় বন্ধু। দেখার তর সইছে না। এটা বিরাট ব্যাপার হবে। আহা যদি প্রেক্ষাগৃহেও মুক্তি পেতো। আর তোমার পারফরম্যান্স তুলনাহীন, ব্য়তিক্রমী। প্রত্যেককে শুভেচ্ছা।
পাল্টা অক্ষয় লিখেছেন, আমিরের শুভেচ্ছা, উত্সাহের বার্তা পেয়ে তিনিও ‘অভিভূত’, যা তাঁর মন ছুঁয়ে গিয়েছে। বলেছেন, প্রিয় আমির খান। উত্সাহ দিয়ে, সমর্থন জানিয়ে যে কথাগুলি বলেছেন, সেজন্য বিরাট ধন্যবাদ। এই কঠিন সময়ে এর মূল্য অনেক। আমার বন্ধুর কথায় এত মুগ্ধ হলাম। পুরুষের সমর্থনে পুরুষ।


আমিরকে ধন্যবাদ দিয়ে লক্ষ্মী বম্ব-এ অক্ষয়ের সঙ্গে অভিনয় করা কিয়ারা আডবাণীও জোড় হাত করা ইমোজি দিয়ে লিখেছেন, আমাদের ছবির জন্য় শুভেচ্ছা জানানোয় আমির খান স্যার আপনাকে অনেক ধন্যবাদ।
প্রসঙ্গত, তামিল হরর কমেডি মুনি টু-কাঞ্চনার রিমেক লক্ষ্মী বম্ব। অক্ষয়ের ছবির মতো তামিল ছবিটিরও পরিচালনা করেন রাঘব লরেন্স। এই ছবি দিয়েই ডিজিটাল দুনিয়ায় পা দিলেন অক্ষয়।
অক্ষয় এ বছর আগেই এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে লক্ষ্মী বম্ব-এ নিজের চরিত্রটি নিয়ে বলেন, আমার ৩০ বছরের কেরিয়ারে মানসিকভাবে সবচেয়ে বেশি নিজেকে যুক্ত করতে হয়েছে এই ছবিতে।এটা কঠিন কাজ ছিল।এর আগে কখনও এমন অভিজ্ঞতা হয়নি। এজন্য কৃতিত্ব প্রাপ্য পরিচালক লরেন্স স্যারের। উনি আমাকেই আমার এমন একটা চেহারার সঙ্গে পরিচয় করালেন যার অস্তিত্বই কোনওদিন বুঝতে পারিনি। এরকম কোনও চরিত্র অভিনয় করিনি আগে। চূড়ান্ত সততার সঙ্গে, কোনও গোষ্ঠী, সম্প্রদায়কে আহত না করেই সাবধান থেকে চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছে।