নয়াদিল্লি: সম্প্রতি নিজের বহু প্রতীক্ষিত ছবি 'রাম সেতু'-এর কাজ শেষ করেছেন অক্ষয় কুমার। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক শর্মা যিনি, 'তেরে বিন লাদেন', 'জোয়া ফ্যাক্টর', 'সুরয পে মঙ্গল ভারি' ইত্যাদির মতো ছবি তৈরি করেছেন।
এবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শিডিউল র্যাপের ঘোষণা করলেন অক্ষয় কুমার। ছবিতে তাঁর 'সাদা-কালো' দাড়ি চুলের লুকে একটি ছবি পোস্ট করেন। একটি কেল্লার থামে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন জ্যাকেট, কার্গো প্যান্ট ও স্নিকার জুতো পরে।
আরও পড়ুন: Teaser Of 'Lehra Do': মুক্তি পেল রণবীর সিংহ অভিনীত '83' ছবির প্রথম গান 'লেহরা দো'-এর টিজার
ছবিটি পোস্ট করে তাঁর ক্যাপশনে অভিনেতা লেখেন, 'দিউ থেকে দুর্দান্ত মুহূর্ত সঙ্গে করে নিয়ে যাচ্ছি। 'রাম সেতু' ছবির শিডিউল র্যাপ করছি। প্রাকৃতিক সৌন্দর্য্য, সুন্দর মানুষ, পিছনে পানি কোঠা কেল্লা-কারাগার মিস করবেন না। এই জায়গাটির পরতে পরতে ইতিহাস। দিউ তোমাকে মন দিলাম।'
অক্ষয় কুমারের সঙ্গে 'রাম সেতু' ছবিতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা ও পঙ্কজ ত্রিপাঠীকে। ২০২২ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। এছাড়া অক্ষয় কুমারকে দেখা যাবে 'অতরঙ্গি রে' ছবিতে।