মুক্তি পেল অক্ষয় কুমারের ‘জলি এলএলবি টু’-র টিজার পোস্টার
ABP Ananda, Web Desk | 04 Dec 2016 03:18 PM (IST)
মুম্বই: সুভাষ কপূরের ছবি ‘জলি এলএলবি টু’-র প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অক্ষয় কুমার। ছবিতে দেখা যাচ্ছে, একগাল হাসি নিয়ে স্কুটারে চড়ে চলেছেন জলি এলএলবি অর্থাৎ অক্ষয়। অক্ষয় ছাড়াও এতে রয়েছেন হুমা কুরেশি, সৌরভ শুক্ল, আর্শাদ ওয়ার্সি ও অনু কপূর। ২০১৩-র কোর্টরুম ড্রামা ‘জলি এলএলবি’-র সিকোয়েল এই ‘জলি এলএলবি টু’। আগের ছবিতে আর্শাদ ও বোমান ইরানি ছিলেন মুখ্য ভূমিকায়।