মুম্বই: আট বছর পর টেস্ট দলে ফিরে ভাল পারফরম্যান্স দেখানো পার্থিব পটেল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টেও সুযোগ পেলেন। ঋদ্ধিমান সাহার চোট থাকায় তৃতীয় টেস্টের দলে আসেন উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব। তিনি প্রথম ইনিংসে ৪২ রান করার পরে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৭ রান করেন। উইনিং স্ট্রোক তিনিই মারেন। ঋদ্ধিমানের চোট এখনও সারেনি। তাছাড়া পার্থিব ভাল খেলায় তিনিই চতুর্থ টেস্টে খেলবেন বলে জানা গিয়েছে। বিয়ে করতে চলা পেসার ইশান্ত শর্মাকে দলে রাখা হয়নি।


মুম্বইয়ের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় নির্বাচকরা চতুর্থ টেস্টের দল নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পার্থিবকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, লোকেশ রাহুল ফিট হয়ে গেলে তিনিই মুরলী বিজয়ের সঙ্গে ওপেন করবেন। সেক্ষেত্রে পার্থিব মিডল অর্ডারে ব্যাট করবেন এবং করুণ নায়ার বাদ যাবেন।

বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, রঞ্জি ট্রফি চলায় টেস্ট দলে প্রয়োজনের তুলনায় বেশি ক্রিকেটারকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড চাইছে সবাই খেলার মধ্যে থাকুন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।