অবশ্য এই প্রথম নয়, এর আগেও অক্ষয় তাঁর ফ্যানদের বিপজ্জনক কোনও পাগলামি না করতে উপদেশ দিয়েছেন। সাইকেলে চড়ে অক্ষয়ের সঙ্গে দেখা করতে এলেন তাঁর ভক্ত! সেই হরিদ্বার থেকে
ABP Ananda, Web Desk | 21 Jan 2017 01:21 PM (IST)
মুম্বই: ফ্যানরা তাঁদের প্রিয় নায়ক নায়িকার জন্য কী না করতে পারেন! আর অক্ষয় কুমারের জন্য তাঁর ফ্যানদের পাগলামির উদাহরণ তো কম কিছু নেই। এবার এক ভক্ত সুদূর হরিদ্বার থেকে সাইকেলে চড়ে মুম্বই এলেন অক্ষয়ের সঙ্গে দেখা করতে। তবে খালি হাতে নয়, অক্ষয়ের জন্য হরিদ্বারের গঙ্গাজল নিয়ে এসেছেন তিনি। আর অক্ষয়েরই একটি ফ্রেমে বাঁধানো ছবি। বিস্মিত অক্ষয় ভক্তের সঙ্গে ছবি তো তুলেছেনই, তাঁর সাইকেলে চড়েছেনও। টুইটারে ছবিটি দিয়েছেন, একইসঙ্গে ফ্যানদের সতর্ক করেছেন, আমাকে ভালবাসুন অবশ্যই কিন্তু প্লিজ, এমন ক্ষ্যাপামি করবেন না।