নাসিক: চলতি সপ্তাহে নাসিক সফরের জন্য বিমান ও একটি রিসর্টে থাকার জন্য বলিউড অভিনেতা অক্ষয় কুমার যে বিশেষ অনুমোদন পেয়েছিলেন বলে জানা গিয়েছে, সে বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল।
এ ব্যাপারে অভিনেতার মুখপাত্র কোনও মন্তব্য করেননি। তবে সূত্রের খবর, বিশেষ অনুমতি নিয়ে এক চিকিৎসককে দেখাতে বিমানে নাসিক গিয়েছিলেন অক্ষয় কুমার।
মহারাষ্ট্রের খাদ্য ও অসামরিক সরবরাহমন্ত্রী ভুজবল নাসিক জেলার ভারপ্রাপ্তমন্ত্রীও। তিনি বলেছেন, অক্ষয়ের নাসিক সফরের বিষয়টি তিনি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন। অক্ষয় কখন এসেছিলেন এবং কখন গিয়েছেন, সে বিষয়ে তাঁর কোনও ধারনা নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে।
এনসিপি-র প্রবীণ নেতা তথা মন্ত্রী বলেছেন, এ ব্যাপারে কোথায় তিনি ছিলেন, এ সব বিস্তারিত খতিয়ে দেখতে হবে। করোনাভাইরাস অতিমারীর মধ্যে অভিনেতাকে কীভাবে একটি রিসর্টে থাকতে দেওয়া হল, সে সম্পর্কে তিনি অভিযোগ পেয়েছেন। আমরা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলব। কে তাঁকে অনুমতি দিয়েছে এবং কেন তা দেওয়া হয়েছে সে সম্পর্কে আমার কোনও ধারনাই নেই। কোনও ত্রুটি ঘটে থাকলে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে।
লকডাউনের মধ্যে কীভাবে নাসিক সফর অক্ষয়ের, তদন্ত হবে, জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jul 2020 12:00 PM (IST)
চলতি সপ্তাহে নাসিক সফরের জন্য বিমান ও একটি রিসর্টে থাকার জন্য বলিউড অভিনেতা অক্ষয় কুমার যে বিশেষ অনুমোদন পেয়েছিলেন বলে জানা গিয়েছে. সে বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -