মুম্বই: বড় পর্দায় মহেন্দ্র সিংহ ধোনিকে নিঁখুতভাবে ফুটিয়ে তোলা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য বলে মনে করা হয়। যদিও, ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে ক্যাপ্টেন কুলের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন অক্ষয় কুমার। তবে পরিচালক নীরজ পাণ্ডে সেই অনুরোধ নাকচ করেন। ততদিনে সুশান্তকে ধোনির চরিত্রে ভেবে ফেলেছিলেন তিনি।


একটি সাক্ষাৎকারে অক্ষয় নিজেই এ কথা জানিয়েছিলেন। অক্ষয় বলেছিলেন, তিনি অনুরোধ করা সত্ত্বেও নীরজ ভদ্রতার সঙ্গে সেটা ফিরিয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, অক্ষয়কে ধোনির চরিত্রে মানাবে না।

নীরজের সঙ্গে অক্ষয়ের সুসম্পর্ক সর্বজনবিদিত। নীরজ পরে জানিয়েছিলেন, কেন তিনি অক্ষয়ের অনুরোধ রাখতে পারেননি। “অক্ষয়ের পক্ষে ১৬-১৭ বছর বয়সী ধোনিকে ফুটিয়ে তোলা কঠিন হতো। তাই ওকে এমএস ধোনির চরিত্রে নিইনি,” বলেছিলেন নীরজ। সেই সাক্ষাৎকারে সুশান্তের ভূয়সী প্রশংসা করেছিলেন নীরজ। বলেছিলেন, “ও দারুণ অভিনেতা। মন দিয়ে চিত্রনাট্য পড়ে। শরীরী ভাষাটাও দারুণভাবে বুঝে নিয়েছিল।”

ধোনির বায়োপিক বক্স অফিসে সুপারহিট হয়। ১৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।