বলিউডের স্টান্টম্যানদের বিমার ব্যবস্থা করতে চান অক্ষয়

Continues below advertisement
মুম্বই: বলিউডে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করা স্টান্টম্যানদের পাশে অক্ষয় কুমার। বলিউডের অ্যাকশন হিরো চান, ওদের জন্য বিমার ব্যবস্থা করা হোক। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্টম্যানদের জন্য কোনও সুরক্ষা বিধি, বিমার সুবিধা না থাকায় ক্ষোভ জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতি বদলাতে চান অক্ষয়।   তিনি বলেছেন, এখানে (বলিউড) নিরাপত্তা, সুরক্ষা তেমন মজবুত নয়। সবে সেটে স্টান্টম্যান, কলাকুশলী, কর্মীদের জন্য অ্যাম্বুলেন্স, ডাক্তার মজুত রাখার ব্যবস্থা হয়েছে। কিন্তু এটাই বিস্ময়কর যে, বলিউডে স্টান্টম্যানদের জন্য কোনও বিমার ব্যবস্থা নেই। চেষ্টা করছি যাতে ওদের বিমার আওতায় নিয়ে আসা যায়। প্রসঙ্গত, খরা কবলিত মহারাষ্ট্রের কৃষকদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই মানবিকতার পরিচয় দিয়েছেন অক্ষয়। এবার তিনি কিছু করতে চান স্টান্টম্যানদের জন্য।   অক্ষয় পাশাপাশি নিজের পরের ছবি ‘হাউসফুল থ্রি’-র প্রমোশনেও ব্যস্ত রয়েছেন। কমেডির রসে ভরা হবে ছবিটি, শোনা যাচ্ছে। পরিচালক সাজিদ-ফারহাদ। হাউসফুলের আগের দুটি সংস্করণের পরিচালনা করেছেন সাজিদ খান। ছবিতে আছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফকরি, লিসা হেডন। ছবিটি মুক্তি পাচ্ছে ৩ জুন। তিনি ‘বিশুদ্ধ’ হাস্যরস পছন্দ করেন বলে জানিয়েছেন অক্ষয়। তাঁর বক্তব্য, কমেডি ফুটিয়ে তোলা কিন্তু খুবই কঠিন, যদিও আম দর্শক এটাকে স্বতন্ত্র শিল্প বলেই মনে করে না।            
Continues below advertisement
Sponsored Links by Taboola