মুম্বই: চন্দন-দস্যু বীরাপ্পনের নিধনকারী পুলিশ কর্তার ভূমিকায় অভিনয় করতে চান বলিউড তারকা অক্ষয় কুমার। জঙ্গলের ত্রাস বীরাপ্পনের বিরুদ্ধে পুলিশের স্টেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অপারেশন ককুন-এর নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস কে বিজয় কুমার। বীরাপ্পনকে হত্যার কাহিনী বিজয় কুমার তাঁর বই ‘বীরাপ্পন: চেজিং দ্য ব্রিগ্যান্ড’-এ তুলে ধরেছেন।
গতকাল রাতে ওই গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানেই বলিউড অভিনেতা বলেন, আমি বিজয় কুমারের ভূমিকায় অভিনয় করতে চাই। কারণ বিজয় কুমারই পুরো অভিযানের পরিকল্পনা করেন এবং তাঁর নেতৃত্বেই এই অভিযান হয়।
গোপীনাথমে ১৯৫২-তে বীরাপ্পনের জন্ম থেকে শুরু করে ২০০৪-এর পুলিশের গুলিতে মৃত্যু পর্যন্ত সময়ের কাহিনী তুলে ধরা হয়েছে প্রাক্তন পুলিশ কর্তার বইয়ে।
চন্দন-দস্যু বীরাপ্পন নিধনকারী পুলিশ কর্তার ভূমিকায় অভিনয় করতে চান অক্ষয় কুমার
ABP Ananda, web desk
Updated at:
20 Apr 2017 03:48 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -